মাদ্রিদে বর্ণিল অধ্যায়ের ইতি টানলেন মদ্রিচ

‘সময় এসে গেছে’—ইনস্টাগ্রামে এভাবেই নিজের বিদায়ের কথা জানান দিয়েছেন লুকা মদ্রিচ। চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৩ বছরের সম্পর্ক ছিন্ন করছেন তিনি। বুধবার (২২ মে) নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন মদ্রিচ নিজেই। মাদ্রিদ হারাচ্ছে আরও এক কিংবদন্তিকে।
বিদায়ের ঘোষণায় মদ্রিচ বলেন, ‘সময় এসে গেছে। যে সময়টা আসুক আমি কখনও চাইনি। কিন্তু, এটাই ফুটবল। জীবনে সবকিছুর শুরু যেমন আছে, শেষও আছে। শনিবারে আমি সান্তিয়াগো বার্নাব্যুতে আমার শেষ ম্যাচ খেলব। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা আমার জীবন বদলে দিয়েছে। ফুটবলার হিসেবে যেমন, ব্যক্তি হিসেবেও। ইতিহাসের সেরা ক্লাবের অন্যতম সেরা সময়ের অংশ হতে পেরে আমি গর্বিত। আবার দেখা হবে। রিয়াল মাদ্রিদ সবসময়ই আমার ঘর, জীবনের অংশ। আলা মাদ্রিদ, আর কিছু নয়।’
২০১২ সালে টটেনহাম থেকে রিয়াল মাদ্রিদে আসেন মদ্রিচ। সাদামাটা এক সাইনিং থেকে লস ব্লাংকোদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়েছেন এই ক্রোয়েশিয়ান তারকা। নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তিদের কাতারে। মদ্রিচ ছাড়া মাদ্রিদের মাঝমাঠ কল্পনা করা যায়নি এই সময়টাতে। তবে, সবাইকে থামতে হয়। থামছেন ৩৯ বছর বয়সী এই মিডফিল্ডারও।
১৩ বছরের ক্যারিয়ারে মাদ্রিদে সম্ভাব্য সবকিছু জিতেছেন মদ্রিচ। ৬টি চ্যাম্পিয়ন্স লিগ ও ৪টি লা লিগাসহ জিতেছেন মোট ২৮টি শিরোপা। ২০১৮ সালে ক্যারিয়ারের একমাত্র ব্যালন ডি’অর পেয়েছেন সাদা জার্সি গায়ে চাপিয়েই।
মদ্রিচের সঙ্গে এই মৌসুমের পর মাদ্রিদের চুক্তি শেষ হবে। তা নবায়ন না করে থেমে যাওয়াকে বেছে নিলেন এই কিংবদন্তি। মাদ্রিদের জার্সিতে শেষ টুর্নামেন্ট হিসেবে খেলবেন আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপ।