ইসকোর জোড়া গোলে স্পেনের জয়

দীর্ঘ প্রায় ১১ বছর অপরাজিত ছিল তারা। এবার ইতালিকে মাটিতে নামিয়ে আনল স্পেন। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের ৩-০ গোলে হারিয়ে দিয়েছে স্পেন। ইউরো বা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হারল ইতালি এনিয়ে দীর্ঘ প্রায় এক যুগ পর হারের দেখা পেল। ২০০৬ সালে ইউরোর বাছাইপর্বের ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল আজ্জুরিরা।
বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে স্পেনের মুখোমুখি হয়েছিল ইতালি। ঘরের মাঠে শুরু থেকেই ইতালির ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্পেন। প্রথম দশ মিনিট তো একটিও আক্রমণ করতে পারেনি ডি রসি-ভেরাত্তিরা। একাদশ মিনিটে ইসকোকে ফাউল করে বসেন বোনুচ্চি। ফ্রি কিক থেকে অসাধারণ এক গোল করেন ইসকো। গোলপোস্টের নিচে বুফন থাকলেও তাঁকে সুযোগই দেননি ইসকো।
৪০তম মিনিটে ইনিয়েস্তার পাস থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটা করেন ইসকো। এবারও বুফনের বিশ্বস্ত হাত দুটোকে ফাঁকি দিয়ে ইতালির জাল খুঁজে নেয় ইসকোর শট। এই অর্ধে আর গোল না হওয়ায় ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন।
বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে ওঠে ইতালি। তবে ডেভিড গিয়ার হাত গলে গোল হওয়া কি অত সহজ? বেশ কয়েকবারই দলকে বাঁচিয়ে দেন এই গোলরক্ষক। এই অর্ধে গোল শোধ করার বদলে উল্টো আরেক গোল খেয়ে বসে ইতালি। ৭৭ মিনিটে সার্জিও রামোসের দুর্দান্ত এক পাসে বল পেয়ে গোল করেন সম্প্রতি রিয়াল ছেড়ে চেলসিতে পাড়ি জমানো আলভারো মোরাতা। এরপর আরেকটি গোল করেছিলেন মোরাতা। তবে অফ সাইডের ফাড়ায় পড়ে সেটি বাতিল হয়ে গেলে ৩-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।
বিশ্বকাপ বাছাইপর্বে সাত ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে জি গ্রুপের শীর্ষে রয়েছে স্পেন। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। বাছাইপর্বের অপর ম্যাচে জয় পেয়েছে ওয়েলস। অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়েছে গ্যারেথ বেলের দল।