বাংলাদেশ দলে কি পরিবর্তন আসবে?

দ্বিতীয় টেস্টের দল নির্বাচন নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে অস্ট্রেলিয়া। অন্য সময় যেখানে টেস্ট শুরুর এক-দুদিন আগেই তারা দিয়ে দেয় চূড়ান্ত একাদশ, সেখানে এবার তারা অপেক্ষা করছে টেস্ট শুরুর সকাল পর্যন্ত। বাংলাদেশের অবশ্য তেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে না। প্রথম টেস্ট জিতে বেশ ফুরফুরে মেজাজেই আছে বাংলাদেশ দল। তবে দ্বিতীয় টেস্টের দলে কোনো পরিবর্তন আসছে নাকি উইনিং কম্বিনেশন ধরে রাখা হবে, এমন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে দেশের ক্রিকেট অঙ্গনে।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোনো পরিবর্তনের ইঙ্গিত অবশ্য পাওয়া যায়নি মুশফিকুর রহিমের কথায়। খুব বেশি পরিবর্তন হবে না বলেই জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। তবে প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের দল গড়ার মতো পরিস্থিতি যে আছে, সেটাও জানিয়ে রেখেছেন তিনি, ‘আমাদের বর্তমান এই দলে একটা ভারসাম্য আছে। আমরা নয়জন ব্যাটসম্যান নিয়েও খেলতে পারি, তিনজন পেসার নিয়েও খেলতে পারি। সেই সামর্থ্য আমাদের আছে।’
সত্যিই, দারুণ একটা সময়ই কাটাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। দলে জায়গা করে নেওয়ার জন্য চলছে জোর লড়াই। টেস্ট স্পেশালিস্টের তকমা নিয়েও প্রথম একাদশে জায়গা মিলছে না মুমিনুল হকের মতো ক্রিকেটারের। ব্যাপারটা কোচ-অধিনায়কের জন্য উপভোগ্যও বটে। অধিনায়ক মুশফিকও ব্যাপারটাকে বিবেচনা করছেন একটা ‘সুস্থ প্রতিযোগিতা’ হিসেবে। সেই ‘প্রতিযোগিতা’য় শেষপর্যন্ত কারা উত্তীর্ণ হতে পারবেন, তা জানার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে বাংলাদেশের দল ঘোষণা পর্যন্ত।