অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করে হার কৃষ্ণাদের

এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ম্যাচেও হেরেছে বাংলাদেশ। আজ রোববার থাইল্যান্ডের চোনবুরিরতে বাংলাদেশ ৩-২ গোলে হেরেছে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে।
ম্যাচের সপ্তম মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ এমিলি হিউজের গোলে। গোলরক্ষক মাহমুদা আক্তার পোস্ট ছেড়ে বেরিয়ে আসায় গোল করে অস্ট্রেলিয়াকে এগিয়ে নেন তিনি।
এর পর ৩৩ মিনিটে অধিনায়ক কৃষ্ণা রানী সরকার সরাসরি লালকার্ড পেলে আরো বড় ধাক্কা খায় বাংলাদেশ। তারপরও দমে যায়নি লাল-সবুজের দল, ৪৫ মিনিটে পেনাল্টি থেকে বাংলাদেশকে সমতায় ফেরান শামসুন্নাহার।
বিরতির উজ্জীবিত হয়ে ওঠে বাংলাদেশ। ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ, ফরোয়ার্ড মনিকা চাকমা কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন।
২-১ গোলে পিছিয়ে পড়ার পর অস্ট্রেলিয়া ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। সমতায় ফিরেও তারা, ৭৮ মিনিটে অস্ট্রেলীয় স্ট্রাইকার কার্লি রোয়েস্ট কর্নার শট থেকে সরাসরি গোল করে অসিদের ম্যাচে ফেরান। পাঁচ মিনিট পর আবার কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন অসি ফরোয়ার্ড সোফিয়া সাকালিস।
এর আগে আসরের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৯-০ গোলে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তারা জাপানের কাছে হারে ৩-০ গোলে।