লা লিগায় জয়ে ফিরল রিয়াল

এবারের ইউরোপিয়ান ফুটবল মৌসুমের শুরুতেই পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফলে অংশ নিতে পারেননি লা লিগায় রিয়াল মাদ্রিদের প্রথম চারটি ম্যাচে। তাঁর অভাবটাও হাড়ে হাড়ে টের পেয়েছে গত মৌসুমের শিরোপাজয়ীরা। প্রথম তিনটি ম্যাচের দুটিতেই ড্র করে পয়েন্ট খোয়াতে হয়েছে রিয়ালকে। তবে নিজেদের চতুর্থ ম্যাচে আবার জয়ের ধারায় ফিরেছে জিনেদিন জিদানের শিষ্যরা। ৩-১ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে।
নিষেধাজ্ঞার কারণে রোনালদো আগে থেকেই ছিলেন না। ইনজুরির কারণে সোসিয়েদাদের বিপক্ষে খেলতে পারেননি করিম বেনজেমা, টনি ক্রস, মার্সেলোর মতো তারকারা। তবে গ্যারেথ বেল-ইসকো-রামোসদের দারুণ নৈপুণ্যে জয় নিয়েই মাঠ ছেড়েছে ইউরোপের অন্যতম সেরা এই ক্লাব।
সোসিয়েদাদের মাঠে শুরুতে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। ১৯ মিনিটের মাথায় দলের পক্ষে প্রথম গোলটি করেছিলেন তরুণ স্প্যানিশ স্ট্রাইকার বোর্জা মায়োরাল। তবে খুব বেশিক্ষণ এই লিড ধরে রাখতে পারেনি জিদানের শিষ্যরা। ২৮ মিনিটে রিয়াল মাদ্রিদের জালে বল জড়িয়ে ম্যাচে সমতা ফিরিয়েছিলেন সোসিয়েদাদের ডিফেন্ডার কেভিন রদ্রিগেজ।
প্রথমার্ধেই অবশ্য রিয়াল মাদ্রিদ ২-১ ব্যবধানে এগিয়ে যায় এই রদ্রিগেজেরই সৌজন্যে। এবার নিজেদের জালেই বল জড়িয়ে দেন রদ্রিগেজ। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষের পর দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটের মাথায় একটি গোল করে দলের জয় নিশ্চিত করে ফেলেন গ্যারেথ বেল।
লা লিগায় নিজেদের চতুর্থ ম্যাচে জয় পেলেও আগের দুটি ম্যাচে ড্র করার কারণে পয়েন্ট তালিকায় কিছুটা পিছিয়েই পড়েছে রিয়াল মাদ্রিদ। চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা এখন আছে চতুর্থ স্থানে। চার ম্যাচের চারটিতেই জয় পেয়েছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। বলা বাহুল্য, তারাই আছে পযেন্ট তালিকার শীর্ষে। ১০ ও ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানের দখল নিয়েছে সেভিয়া ও রিয়াল সোসিয়েদাদ।