ইংলিশ ফুটবলে বাংলাদেশি বংশোদ্ভূত হামজার অভিষেক

মা ক্যারিবিয়ান, বাবা বাংলাদেশি— তাঁর জন্ম ইংল্যান্ডে। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর কথা বলা হচ্ছে। অবাক করার মতো হলেও সত্য, ১৯ বছর বয়সী এই তরুণের অভিষেক হয়েছে ইংলিশ ফুটবলে। গত মঙ্গলবার লেস্টার সিটির জার্সিতে লিভারপুলের বিপক্ষে মাঠে নেমেছেন তিনি।
হামজার অভিষেকটাও হয়েছে দারুণ, লিগ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে তাঁর দল লেস্টার সিটি ২-০ গোলে জিতে লিভারপুলকে বিদায় করে দিয়েছে। সতীর্থ উইলফ্রেড এনদিদির বদলি হয়ে মাঠে নামেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার।
এ ম্যাচে হামজা একেবারেই শেষ মুহূর্তে মাঠে নেমেন। ৮৪ মিনিটে মাঠে নেমে নিজেকে প্রমাণ করার খুব একটা সুযোগ পাননি। তবে তাঁর দলের জয় নিশ্চয়ই তাঁর আনন্দটা আরো বাড়িয়ে দিয়েছে।
হামজা প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার যিনি ইউরোপের শীর্ষ স্তরে খেলার সুযোগ পেয়েছেন। এই আসরে খেলতে পেরে দারুণ খুশি হামজা। বলেছেনও, ‘এটা আমার জন্য দুর্দান্ত অনুভূতি, এমন আসরে খেলতে পারাটা। বিশেষ করে নিজের শহরের দলের হয়ে খেলতে পারাটা আরো ভালো লাগাল।’