জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ

আগের ম্যাচেই তারা রিয়াল বেতিসের কাছে হেরেছিল। গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত জয়ের ধারায় ফিরেছে। গতকাল শনিবার দিবাগত রাতে লা লিগার ম্যাচে তারা দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে অতিকষ্টে জয় তুলে নিয়েছে। ম্যাচে তারা জিতেছে ২-১ গোলে।
ম্যাচের দশম মিনিটে এগিয়ে যায় রিয়াল। আসেনসিওর বাড়ানো বল ধরে জোরালো শটে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার কেবায়োস।
অবশ্য ৪০ মিনিটে সমতায় আসে দেপোর্তিভো। মুনির আল হাদ্দাদির ক্রস থেকে মানু গার্সিয়া চমৎকার শটে বল জালে জড়িয়ে রিয়াল শিবিরে একটা ধাক্কা দিয়েছিলেন।
তবে এ ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি দেপোর্তিভো। ঠিক তিন মিনিট পর আবার এগিয়ে যায় রিয়াল (২-১)। কেবায়োস ব্যক্তিগত এবং দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন।
বিরতির পর রিয়াল ব্যবধান বাড়ানোর আরো কয়েকটি সুযোগ পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি একটিও।
লিগে রিয়ালের এটি তৃতীয় জয়। এ জয়ের সুবাদে ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চারে উঠে এসেছে রিয়াল। শীর্ষ দল বার্সেলোনার সংগ্রহ ১৮ পয়েন্ট।