নেপালের কাছে হেরে গেল বাংলাদেশ!

প্রথম ম্যাচে শক্তিশালী ভারত এবং দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জিতে শিরোপার সম্ভাবনা দারুণভাবে জাগিয়ে তুলেছিল বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের তৃতীয় ম্যাচেও লাল-সবুজের দল জয়ের ধারা অব্যাহত রাখবে—এমনটাই আশা করেছিল সবাই। কিন্তু বাংলাদেশের যুবারা তা পারেনি, উপরন্তু হেরে বসেছে নেপালের কাছে।
আজ সোমবার ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত ম্যাচে নেপালের কাছে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশ শুরুতেই পিছিয়ে পড়ে। পরে অবশ্য প্রথমার্ধেই খেলায় সমতা নিয়ে আসে লাল-সবুজের দল। বেশ কিছুক্ষণ এই ব্যবধান ধরেও রেখেছিল তারা। কিন্তু ম্যাচের একেবারেই শেষমুহূর্তে গোল খেয়ে হেরে মাঠ ছাড়ে সৈকত-জাফররা। ম্যাচে বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করে মোহাম্মদ আল আমিন। ম্যাচের ৩০ মিনিটে গোলটি করে সে।
চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচে এই ম্যাচে জিততে পারলে বাংলাদেশের শিরোপাজয়ের সম্ভাবনা আরো উজ্জ্বল হয়ে উঠত। তবে এই ম্যাচে হারলেও বাংলাদেশের শিরোপাজয়ের সম্ভাবনা একেবারেই শেষ হয়ে যায়নি। ভুটানের বিপক্ষে শেষ ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে বাংলাদেশ আসরসেরা হতে পারবে কি না।
আগামী বুধবার বাংলাদেশ-ভুটান মুখোমুখি হবে। একই দিনে ভারত ও নেপাল লড়াইয়ে নামবে। মূলত এই দুটি ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে কারা জিতবে এই আসরের শিরোপা।
তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে রক্সির দল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে ভারত শীর্ষে আছে। আর আজ বাংলাদেশের বিপক্ষে এদিন জয় পাওয়া নেপালও ঝুলিতে পুরেছে ছয় পয়েন্ট তারা।
বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে চমকে দিয়েছিল। প্রথমে তিন গোলে পিছিয়ে থেকেও পরে ৪-৩ গোলের অবিশ্বাস্য জয় ঘরে তুলে নিয়েছিল লাল-সবুজের দল। আসরের আরেক দল মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সহজেই ২-০ গোলে জিতেছিল।