চাকরি হারালেন আনচেলত্তি!

প্রায় ১৫ মাস আগে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছিলেন তিনি। গত মৌসুমে দলকে লিগ শিরোপা জিতিয়েও ছিলেন কার্লো আনচেলত্তি। কিন্তু দ্বিতীয় মৌসুমের শুরুতেই হতাশার খবর শুনতে হলো তাঁকে। এই ইতালিয়ান কোচকে বরখাস্ত করেছে বায়ার্ন।
গত বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পিএসজির কাছে ৩-০ গোলে হেরে যায় বায়ার্ন মিউনিখ। তাই গতকাল বৃহস্পতিবার ক্লাব কর্তৃপক্ষ জরুরি সভায় বসে। এই সভা থেকেই সিদ্ধান্ত হয় ৫৮ বছর বয়সী এই কোচকে বিদায় করে দেওয়ার। পরে ক্লাবের অফিশিয়াল পেজ থেকে টুইট করে জানানো হয়, আনচেলত্তিকে বিদায় করে দেওয়া হয়েছে।
পেপ গার্দিওলা চলে যাওয়ার পর বায়ার্নের কোচের দায়িত্ব পান রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ। মৌসুমের শুরুটা খুব একটা ভালো হয়নি বলে দলও তাঁর ওপর বিরক্ত। তাই তাঁকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্লাবটি।
এখন দলটির ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ উইলি সানিওল। আর নতুন কোচ কে হবেন, সেটা এখনো জানা যায়নি।