রোনালদোর গোলেই পর্তুগালের আশা টিকে রইল

দুবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপে খেলা অনেকটাই শঙ্কার মুখে। লাতিন আমেরিকা অঞ্চল থেকে মেসির দলটির সরাসরি বিশ্বকাপে খেলাটা অনিশ্চয়তার দোলাচলে। সে হিসেবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের অবস্থাটা ভালোই বলা যায়। সরাসরি বিশ্বকাপে খেলার আশাটা এখানো টিকিয়ে রেখেছে তারা।
গতকাল শনিবার রাতে বিশ্বকাপের বাছাইপর্বের ইউরোপ অঞ্চলের ‘বি’ গ্রুপের খেলায় পর্তুগাল ২-০ গোলে অ্যান্ডোরাকে হারিয়েছে। রোনালদো ও সিলভার গোলেই এই জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
ইউরোপ অঞ্চলের গ্রুপ ‘বি’ থেকে এখন শীর্ষে রয়েছে সুইজারল্যান্ড। তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট। সমান পয়েন্ট দ্বিতীয় স্থানে থাকা পর্তুগাল এখনো সরাসরি খেলার আশা জিইয়ে রেখেছে।
পর্তুগালের জয়ে ৬৩ মিনিটে লক্ষ্যভেদ করেন রোনালদো। পরে ৮৬ মিনিটে সিলভা দলের পক্ষে দ্বিতীয় গোল জয় নিশ্চিত করেন।
গ্রুপে আরো একটি ম্যাচ বাকি আছে। শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে হারালেই ‘বি’ গ্রুপ সেরা হয়েই সরাসরি মূল পর্বে চলে যাবে রোনালদোর পর্তুগাল।
এদিকে একই দিনে সুইডেন ৮-০ গোলে লুক্সেমবার্গকে হারিয়েছে। আর ফ্রান্স ১-০ গোলে বুলগেরিয়াকে ও সুইজারল্যান্ড ৫-২ গোলে হারিয়েছে হাঙ্গেরিকে।