লিভারপুলের গোল উৎসব

সময়টা তাদের খুব একটা ভালো যাচ্ছিল না। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে খুব একটা ভালো অবস্থানে নেই লিভারপুল। অষ্টম স্থানে রয়েছে তারা। সে দলটিই কি না হঠাৎ জ্বলে উঠেছে। চ্যাম্পিয়নস লিগে নিজেদের তৃতীয় ম্যাচে এনকে মারিবোরের বিপক্ষে রীতিমতো উৎসব করেছে তারা, জিতেছে ৭-০ গোলের বিশাল ব্যবধানে।
প্রতিপক্ষে মাঠে লিভারপুলের গোলের দেখা পেতে খুব একটা সময় লাগেনি। ম্যাচের চতুর্থ মিনিটে রবার্তো ফিরমিনিয়ো দলকে এগিয়ে দেন। ঠিক নয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ কবরেন ফিলিপ কৌতিনিয়ো। আর ১৯ মিনিটে লিভারপুলের পক্ষে তৃতীয় গোলটি করেন মোহাম্মদ সালাহ।
প্রথমার্ধে আরো একটি গোলের দেখা পায় আসরের সাবেক চ্যাম্পিয়নরা। ৩৯ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন তিনি।
বিরতির পরও ঠিক সমান তালে খেলতে থাকে লিভারপুল। ম্যাচের ৫৪ মিনিটে ফিরমিনিয়ো দলের পক্ষে পঞ্চম গোল করেন। এটি তাঁর দ্বিতীয় গোল। এর আগে দলের প্রথম গোলটি এসেছিল তাঁর পা থেকে। এর পর চেম্বারলেইন ও আলেক্সান্ডার আরনল্ড আরো দুটি গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।
এ জয়ে ‘ই’ গ্রুপে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেছে লিভারপুল, তাদের সংগ্রহ ৫ পয়েন্ট।