চারদিনের টেস্টে স্মিথ-ওয়ার্নারের না

ক্রিকেটের বেশ কিছু নিয়মের পরিবর্তন করেছে আইসিসি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চারদিনের টেস্টের বিষয়ে নীতিগত সিদ্ধান্তে পৌঁছেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে চারদিনের দিবা-রাত্রির টেস্ট। টেস্ট ক্রিকেটে দর্শক ফেরাতেই আইসিসির এমন উদ্যোগ। তবে চারদিনের টেস্ট ক্রিকেট মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। টেস্টের সার্বজনীন রূপটাই তাঁদের বেশি পছন্দ।
বিশ্বক্রিকেটের এই দুই সেরা ব্যাটসম্যান মনে করেন, চারদিনের টেস্টের ফলে ক্রিকেটের মর্যাদা ক্ষুণ্ণ হবে। স্টিভেন স্মিথ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে পাঁচদিনের টেস্ট ম্যাচের পক্ষে। এটাই ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট। টেস্টে পঞ্চম দিনের খেলাটা সবচেয়ে উত্তেজনাকর। সেটাকে চারদিনে নামিয়ে আনলে সেটা ভালো ফল বয়ে আনবে না।’
ডেভিড ওয়ার্নার বলেন, ‘চারদিনে টেস্টে আমার আগ্রহ নেই। টেস্ট ম্যাচটা অনেক বৈচিত্র্যপূর্ণ একটা ফরম্যাট। এটা বদলানোর দরকার আছে বলে আমার মনে হয় না। কোনো কোনো ম্যাচ তো মাত্র তিনদিনেই শেষ হয়ে যায়। আমি তো বরং টাইমলেস (১৯২০ সালের আগে টেস্ট ক্রিকেটে কোনো সময় বাঁধা ছিল না) ক্রিকেটের পক্ষে।
সরাসরিভাবে চারদিনের ফরম্যাটের পক্ষে নন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস স্যাদারল্যান্ড। তিনি বলেন, ‘এটা পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। আমি চাই এটা পরখ করে দেখা হোক। তবে আমি চারদিনের ফরম্যাটের ভালো ভবিষ্যৎ দেখছি না। অনন্ত অস্ট্রেলিয়াতে তো নয়ই। তবে পরীক্ষা-নিরীক্ষা করে ফরম্যাটটার ভালো-মন্দ যাচাই করে দেখাটা দোষের নয়।’