বাংলাদেশের সামনে ক্ষয়িষ্ণু শক্তির দক্ষিণ আফ্রিকা

টেস্ট ও ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পেরে ওঠেনি বাংলাদেশ। এবার শুরু টি-টোয়েন্টির লড়াই। ম্যাচটা ২০ ওভারের বলেই আবার দক্ষিণ আফ্রিকাকে হারানোর স্বপ্ন দেখছে টাইগাররা। এই আত্মবিশ্বাসের পেছনে আরেকটি কারণ হলো টাইগারদের বিপক্ষে ক্ষয়িষ্ণু শক্তির দল নিয়ে মাঠে নামবে প্রোটিয়ারা। অন্যদিকে বাংলাদেশ শিবিরেও নেই তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমানের মতো তারকা। বৃহস্পতিবার রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।
আগের দুটি সিরিজে বাংলাদেশকে সহজেই হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাই টি-টোয়েন্টির লড়াইয়ের আগে দলের প্রধান ব্যাটসম্যান হাশিম আমলাকে বিশ্রাম দিয়েছে স্বাগতিকদের টিম ম্যানেজমেন্ট। এ ছাড়া ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক ফাফ দু প্লেসিও মিস করছেন টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন এবি ডি ভিলিয়ার্স। এ ছাড়া প্রোটিয়াদের প্রধান বোলার কাগিসো রাবাদা ও ইমরান তাহিরও খেলছেন না টি-টোয়েন্টিতে। ইনজুরির কারণে পুরো সিরিজেই ছিলেন না ডেল স্টেইন ও ভারনন ফিল্যান্ডার। প্রথম টেস্টে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন মরনে মরকেলও। আজ প্রথম টি-টোয়েন্টিতে দ্বিতীয় সাবির বোলারদের নিয়ে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। আর এই বিষয়টিই আশা জোগাচ্ছে বাংলাদেশকে।
আগের দুই ফরমেটে হারের পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগারদের নতুন অধিনায়ক সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার তুলনায় বাংলাদেশ দলে অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা বেশি। ইমরুল কায়েসের সঙ্গে লিটন কুমার বা সৌম্য সরকারকে ব্যাটিংয়ের উদ্বোধন করতে দেখা যেতে পারে। সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের সঙ্গে আজ মুমিনুল হককেও দেখার সম্ভাবনা রয়েছে। টি-টোয়েন্টি বলে অভিজ্ঞ নাসিকে খেলাতে পারেন অধিনায়ক সাকিব। বোলিংয়ে রুবেল হোসেন ও তাসকিনের সঙ্গে সাইফুদ্দিন খেলতে পারেন। লোয়ার ব্যাটিং অর্ডারে বেশ হাত খুলে খেলেন এই বোলার।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাসির হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।
দক্ষিণ আফ্রিকা : কুইন্টন ডি কক, হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ডেভিড মিলার, অ্যানদিলে ফেলুকায়ো, রবি ফ্রাইলিঙ্ক, ড্যান প্যাটারসন, বেরুন হেনড্রিক্স ও তাবরেজ শামসি।