জয়ে ফিরেছে ম্যানইউ

আগের ম্যাচে তারা হেরেছিল হাডার্সফিল্ড টাউনের কাছে। বাজে রক্ষণের কারণে সে ম্যাচে হারের স্বাদ নিতে হয়েছিল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে। আজ টটেনহ্যাম হটস্পারের বিপক্ষেও বেশ বেগ পেতে হচ্ছিল তাদের। শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে তারা। শেষ বাঁশি বাজার ১০ মিনিটে আগে গোল পেয়ে জয়ের উল্লাসে মেতে ওঠে তারা।
আজ শনিবার ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে ম্যানইউর জয়ের নায়ক অ্যান্থনি মার্শিয়াল। দলটির জয়ে একমাত্র গোলটি করেন তিনি। এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানেই থাকল ম্যানউই। ১০ ম্যাচে সাত জয়, দুই ড্র এবং এক হারে তাদের সংগ্রহ এখন ২৩ পয়েন্ট। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সংগ্রহ ২৫ পয়েন্ট। তারা অবশ্য এক ম্যাচ কম খেলেছে।
ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যানউই। গোলের জন্য মরিয়া হয়ে থাকলে টটেনহ্যামের দুর্বার রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হয়েছিল তাদের।
শেষ পর্যন্ত ৮০ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রেড ডেভিলরা। লুকাকুর বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে বলটি জালে পাঠাতে মোটেও ভুল করেননি মার্শিয়াল।