বিলবাওকে হারিয়ে শীর্ষেই থাকল বার্সেলোনা

লা লিগার এবারের মৌসুমে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে বার্সেলোনা। প্রথম ১০টি ম্যাচের একটিতেও হারের মুখ দেখতে হয়নি কাতালানদের। মাত্র একটিতে ড্র করে খোয়াতে হয়েছে দুটি পয়েন্ট। রোববার লা লিগার সর্বশেষ ম্যাচেও অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে বার্সা পেয়েছে ২-০ গোলের সহজ জয়। এই জয় দিয়ে তারা আরো পাকাপোক্ত করেছে পয়েন্ট তালিকার শীর্ষস্থান।
বিলবাওয়ের মাঠে শুরুতেই এগিয়ে যেতে পারত স্বাগতিকরা। ১৪ মিনিটের মাথায় বার্সেলোনা ডিফেন্ডার স্যামুয়েল উমিত্রির জাতে বল লাগা নিয়ে পেনাল্টির জোর আবেদন করেছিলেন বিলবাওয়ের ফুটবলাররা। তবে সেই আবেদনে সাড়া দেননি রেফারি। এরপর বিলবাওয়ের বেশ কয়েকটি দুর্দান্ত আক্রমণ দারুণ দক্ষতায় রুখে দিয়েছিলেন বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের-স্টেগান।
৩৬ মিনিটের মাথায় বার্সা পেয়ে যায় প্রথম গোলের দেখা। দুর্দান্ত দক্ষতায় বিলবাওয়ের জালে বল জড়িয়ে দেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এবারের লিগে এটি ছিল তাঁর দ্বাদশ গোল। বলা বাহুল্য, মেসিই আছেন লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে।
১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে গোল শোধের মরিয়া চেষ্টা করেছিল বিলবাও। কিন্তু একের পর এক আক্রমণ চালিয়ে যাওয়া বিলবাওকে হতাশ করেন বার্সার গোলরক্ষক টের-স্টেগান। আর শেষ বাঁশি বাজার ঠিক আগ দিয়ে উল্টো বিলবাওয়েরই জালে আরেকবার বল জড়িয়ে দেন ব্রাজিলিয়ান তারকা পাউলিনহো। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
এই জয়ের ফলে লা লিগার ১০ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচ খেলে ২৪ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া আছে দ্বিতীয় স্থানে। আর ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে তৃতীয় স্থানে।