জয়ের ধারায় ফিরল লিস্টার

ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির উত্থানটা ধুমকেতুর মতো। ২০১৫-১৬ মৌসুমে শিরোপা জিতে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেল দলটি। এরপর অবশ্য হারিয়ে যেতেও খুব একটা সময় নেয়নি লিস্টার। পরের মৌসুমেই ১২তম অবস্থানে থেকে লিগ শেষ করে চমক লাগানিয়া দলটি। এই মৌসুমেও খারাপ ফর্ম অব্যাহত রেখেছে তারা। এখন পর্যন্ত ১১তম অবস্থানে রয়েছে জেমি ভার্ডির দল। তবে নতুন কোচ ক্লদি পুয়েলের অধীনে প্রথম ম্যাচেই জয় পেয়েছে লিস্টার সিটি।
২০১৫-১৬ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জেতানো ক্লাউদিও রানিয়েরিকে পরের মৌসুমে ছাটাই করে লিস্টার। এরপর শেকসপিয়ারকে দলের দায়িত্ব দেওয়া হয়। তবে নতুন মৌসুমে তাঁর অধীনে আট ম্যাচে মাত্র একটি জয় পায় দলটি। এই কারণে তাঁকেও বহিস্কার করতে সময় নেয়নি ক্লাব কতৃপক্ষ। এরপর সাইদ্যাম্পটনের কোচ ক্লদি পুয়েলকে দলের দায়িত্ব দেওয়া হয়। প্রথম ম্যাচেই জয়ের দেখা পেলেন মোনাকোর সাবেক এই ফুটবলার।
সোমবার এভারটনের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই দুটি গোল করে লিস্টার সিটি। ১৮তম মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন জেমি ভার্ডি। এরপর ২৯ মিনিটে গোল করেন তরুণ ইংলিশ ফুটবলার ডেমারাই গ্রে। এরপর আর কোনো পক্ষই গোল করতে পারেনি।
এই মৌসুমে এভারটনের অবস্থা চরম খারাপ। ক্লাবের ২০ বছরের ইতিহাসে এর চেয়ে খারাপভাবে মৌসুম শুরু করেনি দলটি। গত ১০ ম্যাচে ২০ গোল হজম করে ফেলেছে এভারটন। ১৯৯৪-৯৫ মৌসমের পর এবারই প্রথম ১০ ম্যাচে এতো বেশি গোল হজম করল দলটি। ১০ ম্যচে মাত্র দুটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের ১৮তম স্থানে রয়েছে রুনির দল।