শেষ পর্যন্ত দুর্জয়েরই জয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০ জন পরিচালক আগেই নির্বাচিত হয়েছেন। শুধু ঢাকা ভিভাগের দুজন এবং বরিশাল বিভাগের একজনকে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়। এই প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা বিভাগ থেকে জয়ী হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় ও সৈয়দ আশফাকুল ইসলাম এবং বরিশাল বিভাগ থেকে আলমগীর হোসেন আলো।
আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে এই নির্বাচনের ঢাকা বিভাগে দুটি পরিচালক পদে ভোটের লড়াইয়ে নেমেছিলেন-মানিকগঞ্জ থেকে দুর্জয়, নারায়ণগঞ্জ থেকে তানভীর আহমেদ টিটু, নরসিংদী থেকে শাহীনুল ইসলাম ভূঁইয়া এবং কিশোরগঞ্জ থেকে সৈয়দ আশফাকুল ইসলাম।
দুর্জয় ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর সমান ভোট পান আশফাক। আর পরাজিত দুই প্রার্থী তানভীর সাত এবং শাহীনুল তিন ভোট পান।
আর বরিশাল বিভাগের আলমগীর হোসেন আলোকে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয় এম এ আউয়াল চৌধুরী ভুলুর। আলো পাঁচ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর ভুলু পান মাত্র দুই ভোট।
এর আগে যাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন :
ক্যাটাগরি-১: শফিউল আলম চৌধুরী (সিলেট বিভাগ), আকরাম খান ও আ জ ম নাছির উদ্দিন (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), সাইফুল আলম স্বপন (রাজশাহী বিভাগ) ও অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ)।
ক্যাটাগরি-২: আফজাল-উর-রহমান সিনহা, গাজী গোলাম মুর্তজা, হানিফ ভূঁইয়া, ইসমাইল হায়দার মল্লিক, জালাল ইউনুস, লোকমান হোসেন ভূঁইয়া, মাহবুবউল আনাম, মনজুর কাদের, নজীব আহমেদ, নাজমুল হাসান পাপন, শওকত আজিজ রাসেল ও তানজিল চৌধুরী।
ক্যাটাগরি-৩ : খালেদ মাহমুদ সুজন।
জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীতরা হলেন আহমেদ সাজ্জাদুল আলম ববি ও এনায়েত হোসেন সিরাজ।