অলিম্পিয়াকোসে আটকে গেল বার্সেলোনা

লা লিগার মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের শুরুটাও দারুণভাবে করেছিল বার্সেলোনা। গ্রুপ পর্বে জিতেছিল প্রথম তিনটি ম্যাচ। কিন্তু নিজেদের চতুর্থ ম্যাচে এসে হোঁচট খেয়েছে কাতালানরা। গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের মাঠে খেলতে গিয়ে ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লিওনেল মেসিদের। গোলশূন্য ড্রয়ের পর পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দুই দল।
গত ১৮ অক্টোবর নিজেদের মাঠে অলিম্পিয়াকোসের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে বার্সেলোনা জিতেছিল ৩-১ গোলে। এবার ড্র করে যেন সেই হারের প্রতিশোধ কিছুটা হলেও নিতে পেরেছে অলিম্পিয়াকোস। বার্সার বিপক্ষে ড্র করেই নিজেদের ঘরের পাশে প্রথম পয়েন্টটি যোগ করেছে গ্রিসের ক্লাবটি।
ড্র করে হোঁচট খেলেও নকআউট পর্বের পথে অনেকটাই এগিয়ে আছে বার্সেলোনা। ‘ডি’ গ্রুপের চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে তারাই আছে পয়েন্ট তালিকার শীর্ষে। সমান সংখ্যক ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে জুভেন্টাস। ৪ পয়েন্ট জমা হয়েছে তৃতীয় স্থানে থাকা পর্তুগিজ ক্লাব স্পোর্টিংয়ের ঘরে।
এবারের মৌসুমের প্রধান দুটি প্রতিযোগিতা, লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত কোনো ম্যাচেই হারের মুখ দেখেনি বার্সেলোনা। ড্র করেছে মাত্র দুটি ম্যাচে। অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচটির আগে সব ম্যাচেই প্রতিপক্ষের জালে অন্তত একবার বল পাঠিয়েছেন বার্সেলোনার ফরোয়ার্ডরা। মেসি-সুয়ারেজরা গোল করতে ব্যর্থ হয়েছিলেন মৌসুমের শুরুতে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগের ম্যাচে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেই ম্যাচটি বার্সা হেরে গিয়েছিল ২-০ গোলে।