রিয়ালে নতুন চুক্তি নিয়ে ভাবছেন না রোনালদো!

রিয়াল মাদ্রিদের সঙ্গে গত বছর নতুন চুক্তি করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, ২০২১ সাল পর্যন্ত। তাঁর এই চুক্তির এখনো প্রায় চার বছর বাকি। কিন্তু তাঁর বর্তমান বেতন বার্সেলোনার লিওনেল মেসি ও পিএসজির নেইমারের চেয়ে অনেক কম। তাই নাকি তিনি ক্লাব কর্তৃপক্ষকে নতুন চুক্তির কথা বলেছিলেন। কিন্তু গতকাল বুধবার রাতে টটেনহ্যামের কাছে রিয়ালের হারের পর সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। রিয়ালে আপাতত চুক্তির মেয়াদ নাকি বাড়ানোর কথা ভাবছেন না।
গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে টটেনহ্যামের কাছে ৩-১ গোলের হেরে যায় রিয়াল। সে ম্যাচে অবশ্য রিয়ালের করা একটি মাত্র গোল আসে রোনালদোরই পা থেকে।
নতুন চুক্তি সম্পর্কে রোনলাদো বলেন, ‘রিয়ালে এখনো আমার চুক্তির চার বছর বাকি। আপাতত আমি চুক্তি নবায়নের কথা ভাবছি না। আমি ভালো আছি এখানে।’
আর দলের ব্যর্থতা সম্পর্কে বলেন, ‘ফুটবলে সময় পাল্টায়। আমাদের খারাপ সময় যাচ্ছে। আশা করছি এই খারাপ সময় থেকে বেরিয়ে আসতে পারব।’
২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়ালে যোগ দেন রোনালদো। এরপর থেকেই ক্লাবটির অনেক সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।