জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ

কয়েক দিন ধরেই সময়টা ভালো যাচ্ছিল না রিয়াল মাদ্রিদের। লা লিগায় নিচের সারির দল জিরোনার বিপক্ষে হারের পর চ্যাম্পিয়নস লিগেও রিয়ালকে হারতে হয়েছিল টটেনহামের কাছে। তবে টানা দুই ম্যাচ হারের পর আবার জয়ের ধারায় ফিরেছে স্পেনের অন্যতম সেরা এই ক্লাব। ক্যাসেমিরো-অ্যাসেনসিওদের দারুণ নৈপুণ্যে লাস পালমাসের বিপক্ষে রিয়াল জিতেছে ৩-০ গোলে।
নিজেদের মাঠে প্রথম গোলটির দেখা পেতে রিয়ালকে অপেক্ষা করতে হয়েছে ৪১ মিনিট পর্যন্ত। প্রথমার্ধের শেষপর্যায়ে রিয়ালের পক্ষে প্রথম গোলটি করেছেন ক্যাসেমিরো। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের রক্ষণভাগের ওপর আরো চাপ সৃষ্টি করেছিলেন রিয়ালের তারকা ফরোয়ার্ডরা। ৫৬ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি করেছিলেন অ্যাসেনসিও। আর ৭৪ মিনিটে লাস পালমাসের কফিনে শেষ পেরেকটি ঠুকেছেন ইসকো।
৩-০ গোলের এই দাপুটে জয় দিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে অবশ্য এখনো অনেক পিছিয়ে আছে লস ব্লাঙ্কোসরা। ১১ ম্যাচ শেষে রিয়ালের ঘরে জমা হয়েছে ২৩ পয়েন্ট। অন্যদিকে এবারের মৌসুমে এখন পর্যন্ত কোনো হারের মুখ না দেখায় শিরোপা জয়ের লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেছে বার্সেলোনা। ১১ ম্যাচ শেষে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কাতালানরা। ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভ্যালেন্সিয়া।
লা লিগার অপর ম্যাচে ভিলারিয়াল ২-০ গোলে হারিয়েছে মালাগাকে। এইবারের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে রিয়াল সোসিয়েদাদ। সেল্তা ভিগোও অ্যাথলেটিক বিলাবাওয়ের বিপক্ষে জিতেছে ৩-১ গোলে। আর গত সপ্তাহে রিয়াল মাদ্রিদকে হারানো জিরোনা এবার ২-১ গোলে হারিয়েছে লেভান্তেকে।