আত্মঘাতী গোলে হেরে গেল বাংলাদেশ

প্রথম দুই ম্যাচে দারুণ সাফল্য পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তাজিকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র এবং দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছিল তারা। এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে উজবেকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচে হেরে যায় তারা। দারুণ লড়াই করেও শেষমুহূর্তে এসে আত্মঘাতী গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের দলকে।
আজ সোমবার তাজিকিস্তানে অনুষ্ঠিত এ ম্যাচের নির্ধারিত সময় অবশ্য গোলশূন্য ছিল। কিন্তু ইনজুরি সময়ে ডিফেন্ডার মোহাম্মদ আতিকুজ্জামান একটি বল রক্ষা করতে গিয়ে নিজেদের জালে পাঠান। তাই আত্মঘাতী গোল খেয়ে হেরে যায় মাহবুব হোসেন রক্সির শিষ্যরা।
অবশ্য এই উজবেকরা নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছিল। আর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ৬-০ গোলে হারায়। তাদের বিপক্ষে বাংলাদেশের এই হার খুব একটা খারাপ পারফরম্যান্স বলা যাবে না।
এই হারে ‘বি’ গ্রুপে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। সবগুলো জিতে নয় পয়েন্ট নিয়ে শীর্ষে উজবেকিস্তান।
আগামী বুধবার গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।