শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশের যুবারা

এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ দারুণ জয় ঘরে তুলেছে। ‘বি’ গ্রুপের এই ম্যাচে লাল-সবুজের দল ৪-০ হারিয়েছে শ্রীলঙ্কাকে।
আজ বুধবার অনুষ্ঠিত ম্যাচ জিতে আসরটা ভালোভাবেই শেষ করেছে বাংলাদেশের যুবারা। দুই জয়, এক ড্র এবং এক হারে সাত পয়েন্ট নিয়ে বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ।
ম্যাচের প্রথমার্ধেই চার গোল আদায় করে নেয় বাংলাদেশ। ১৩ মিনিটে বিশ্বনাথ ঘোষ দলকে এগিয়ে দেন। আর ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াদুল ইসলাম।
ঠিক পাঁচ মিনিট পর ব্যবধান ৩-০তে নিয়ে যান মাহবুবুর রহমান সুফিল। এরপর প্রথমার্ধের ইনজুরি সময়ে আরো একটি গোল করেন সুফিল। তাই প্রথমার্ধেই বাংলাদেশের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়।
আসরের প্রথম ম্যাচে বাংলাদেশ স্বাগতিক তাজিকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করে। আর দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলে জয় পায়। তৃতীয় ম্যাচে দারুণ লড়াই করেও শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে উজবেকিস্তানের কাছে হেরে যায় তারা।