জাপানকে গুঁড়িয়ে দিলেন নেইমার-জেসুসরা

শক্তিমত্তায় জাপান ও ব্রাজিলের ব্যবধানটা অনেক। র্যাংকিংয়ে ব্রাজিলের অবস্থান দুইয়ে, সেখানে এশিয়ার ফুটবল পরাশক্তি খ্যাত জাপান রয়েছে ৪৪তম অবস্থানে।
সেলেসাওদের বিপক্ষে তাই জাপানের জয়ের দূরাশা করেনি কেউ। মাঠে লড়াইয়েও শক্তির পার্থক্যটা ভালোভাবেই জানান দিয়েছে ব্রাজিল। জাপানকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা
শুক্রবার ফ্রান্সের লিলেতে জাপানের বিপক্ষে ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। পেনাল্টি বক্সের মধ্যে ফার্নান্দিনহোকে ফেলে দেন জাপানি ডিফেন্ডার মায়া ইয়োশিডা। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করেন নেইমার। ১৭তম মিনিটে আবার পেনাল্টি পায় ব্রাজিল। এবার জেসুসকে ডি বক্সে ফেলে দেয় প্রতিপক্ষ ডিফেন্ডার। তবে এবার গোল মিস করেন নেইমার। গোলরক্ষক কাওয়াশিমা ডান দিকে ঝাঁপিয়ে দলকে দ্বিতীয় গোল খাওয়া থেকে বাঁচান।
পরের মিনিটে অবশ্য কাওয়াশিকোর কিছু করার ছিল না। রিয়াল মাদ্রিদের তারকা মার্সেলোর বুলেটগতির বলটা ঠেকানোর সময় পর্যন্ত পাননি তিনি। ৩৬তম মিনিটে তৃতীয় গোলের দেখা পায় ব্রাজিল। নেইমারের পাস থেকে বল পেয়ে জেসুসের দিকে বাড়ান উইলিয়ান। গোলপোস্টের সামনে বল পেয়ে সেটিকে জালে জড়ান জেসুস।
দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলেছে জাপান। এই অর্ধে কোনো গোল হজম করেনি দলটি। ৬৫ মিনিটে দলের হয়ে গোল শোধ করেন মাকিনো। কর্নার থেকে বল পেয়ে হেড করে সেলেসাওদের জাল কাপান এই মিডফিল্ডার। এরপর অবশ্য গোলের বেশ চেষ্টা করেছিল ব্রাজিল। তবে গোল পায়নি ফুটবল বিশ্বের সবচেয়ে সফল দলটি। আগামী বুধবার ওয়েম্বলিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল।