চতুর্থ সন্তানের বাবা হয়েছেন রোনালদো

গত বছর গ্রীষ্মে যমজ সন্তানের বাবা হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর পরই শোনা গিয়েছিল, আবার বাবা হতে যাচ্ছেন তিনি। কদিন আগে সন্তানের নামও ঠিক করে রেখেছিলেন তিনি, অ্যালানা মার্টিনা। গতকাল রোববার রাতে তাঁর চতুর্থ সন্তান পৃথিবীর আলো দেখেছে। রিয়াল মাদ্রিদ তারকা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই খবর জানিয়েছেন।
রোনালদোর দ্বিতীয় কন্যাসন্তান জন্মের সময় স্ত্রীর পাশেই ছিলেন। এখন পর্তুগিজ তারকার দুই ছেলে আর দুই মেয়ে। নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে তিনি জানিয়েছেন, মা ও সন্তান দুজনই সুস্থ আছেন।
রোনালদোর প্রথম সন্তান ক্রিস্টিয়ানো জুনিয়রের বয়স এখন সাত। রাশিয়ান সুপারমডেল ইরিনা শায়াকের ঘরেই এসেছিল তাঁর প্রথম সন্তান। তাঁর সঙ্গে রোনালদোর সম্পর্ক চুকেবুকে যাওয়ার পরই এই পর্তুগিজ উইঙ্গার সম্পর্কে জড়ান স্পেনের জর্জিয়ানার সঙ্গে।