ব্যালন ডি’অর বিজয়ীর নাম আগেই ফাঁস!

এই কদিন আগে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর্জেন্টাইন তারকা লিওনেল মাসিকে হারিয়েই এই পুরস্কার জেতেন তিনি। আর কদিন বাদে ঘোষণা হবে ব্যালন ডি’অর বিজীয়র নাম। অবাক করার মতো হলেও সত্য, এরই মধ্যে নাকি ফাঁস হয়ে গেছে কে জিতবেন পরবর্তী ব্যালন ডি’অর পুরস্কার।
ইংলিশ দৈনিক দ্য মিররের খবরে জানা গেছে, রোনাল্ডোকে হারিয়ে নাকি এবারের ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন মেসি। সামাজিক যোগাযোগ মধ্যমে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে।
অবশ্য ব্যালন ডি’ অর কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনো কিছুই বলেনি। আগামী ৭ ডিসেম্বর এই পুরস্কার ঘোষণা করা হবে।
মেসি এখন পর্যন্ত পাঁচবার ব্যালন ডি’ অর পুর্সার পুরস্কার জিতেন। আর ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত টানা চারবার এই পুরস্কার জিতেছিলেন তিনি।
আর রোনালদো এখন পর্যন্ত চারবার এই পুরস্কার জিতেন। তিনি প্রথম জিতেছিলেন ২০০৮ সালে, তখন খেলতেন ম্যানচেস্টার উইনাইটেডে। এর পর ২০১৩, ২০১৪ এবং ২০১৬ সালে ব্যালন ডি’ অর জিতেছিলেন সি আর সেভেন। এবার কে জিতবেন এই পুরস্কার সেটাই এখন দেখার।
মূলত ক্রীড়া সাংবাদিকদের ভোটে নির্বাচিত হন ব্যালন ডি’অর বিজয়ী। ১৯৫৬ থেকে এই পুরস্কার দিয়ে আসছে ফ্রান্স ফুটবল সাময়িকী।