ইউরোপা লিগে আর্সেনালের হার

ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বশেষ ম্যাচে টটেনহামের বিপক্ষে ২-০ গোলের দারুণ জয় পেয়েছিল আর্সেনাল। তবে ইউরোপা লিগের ম্যাচে আবার হারের স্বাদ পেতে হয়েছে গানারদের। এবার আর্সেনাল ১-০ গোলে হেরে গেছে জার্মানির ক্লাব এফসি কোলোনের বিপক্ষে।
ইউরোপা লিগের এবারের মৌসুমে এটাই আর্সেনালের প্রথম হার। হতাশাজনক এই হার নিয়ে মাঠ ছাড়তে হলেও ইউরোপা লিগের নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সবার ওপরেই আছে তারা। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানের দখল নিয়েছে রেড স্টার বেলগ্রেড ও কোলোন। গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে জয়ী দল চলে যাবে নকআউট পর্বে।
কোলোন-আর্সেনাল ম্যাচের প্রথমার্ধটা কেটেছিল গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেছেন কোলোনের ফরোয়ার্ড সেরেউ গুরেসি। এই গোল পরে আর শোধ করতে পারেনি আর্সেনাল। মাঠ ছাড়তে হয়েছে ১-০ গোলের হার নিয়ে।
তবে হেরে গেলেও খুব বেশি বিচলিত নন আর্সেনালের কোচ ওয়েঙ্গার। নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচটাও খুব বেশি গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না তিনি, ‘আমাদের মনে হচ্ছে গ্রুপ পর্বে আমাদের কাজটা শেষ হয়ে গেছে। আমরা গ্রুপের শেষ ম্যাচটা খেলব নিজেদের মাঠে বেটে বারিসোভের বিপক্ষে। এই ম্যাচটা আমাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ কিছু না। যদিও আমরা ম্যাচটা জিততেই চাই।’