আত্মঘাতী গোলে ম্যানইউর রক্ষা

প্রতিপক্ষ ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওন। এই দলের বিপক্ষে শক্তির বিচারে অনেকটাই এগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। অথচ তাদের হারাতেই ঘাম ঝরাতে হয়েছে রেড ডেভিলদের। তাও আবার আত্মঘাতী গোলেই জিতেছে। ইংলিশ প্রিমিয়ার লিগে এটি ম্যানইউর টানা দ্বিতীয় জয়।
গতকাল শনিবার রাতে নিজেদের মাঠে ১-০ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
অবশ্য এই একমাত্র গোলের দেখা পেতে ইংলিশ জায়ান্টদের অপেক্ষা করতে হয়েছে ৬৬ মিনিট পর্যন্ত। ম্যানইউর ইংলিশ মিডফিল্ডার অ্যাশলে ইয়ংয়ের একটি শট আলবিওন ডিফেন্ডার লুইস ডাঙ্কের পায়ে লেগে জালে জড়ায়। গোলরক্ষক শত চেষ্টা করেও রক্ষা করতে পারেনি বলটি।
এই জয়ের সুবাদে ১৩ ম্যাচে ম্যানইউর সংগ্রহ ২৯ পয়েন্ট। নয় জয়, দুই ড্র ও দুই হারে তাদের এই সংগ্রহ। এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে।
দিনের আরেক গুরুত্বপূর্ণ ম্যাচে চেলসি ও লিভারপুল পয়েন্ট ভাগাভাগি করেছে। ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিত থেকেছে। ম্যাচের ৬৬ মিনিটে লিভারপুল এগিয়ে যায় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর গোলে। ৮৫ মিনিটে ইডেন হ্যাজার্ডের পাসে বল পেয়ে উইলিয়ান সমতায় ফেরান চেলসিকে।
লিগের আরেক ম্যাচে টটেনহ্যাম হটস্পার ও ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের মধ্যকার ম্যাচ ১-১ গোলে ড্র হয়।