চিন্তিত মেসি, নির্ভার নেইমার-রোনালদো

একেবারে শেষ সময়ে এসে রাশিয়া বিশ্বকাপের টিকেট পেয়েছে আর্জেন্টিনা। বলতে গেলে মেসি একাই আর্জেন্টিনাকে বিশ্বকাপে তুলে এনেছেন। আর মাত্র কয়েক মাস পর শুরু হবে বিশ্বকাপের মূলপর্ব। বিশ্বকাপ নিয়ে তাই বেশ চিন্তিত এই বার্সা সুপারস্টার। এরই মধ্যে মেসি অবশ্য গ্রুপসঙ্গী অন্য দেশগুলো সম্পর্কে ধারণাও নিয়ে ফেলেছেন। কেবল সেটাই নয়, গ্রুপসঙ্গী হিসেবে আর্জেন্টিনা কোন তিন দলকে পাচ্ছে সেটাও নাকি আন্দাজ করে ফেলেছেন তিনি। ফিফাকে দেওয়া বক্তব্যে এমনটাই জানিয়েছেন ফুটবল জাদুকর।
আগামী শুক্রবার রাশিয়ায় মস্কোতে হবে বিশ্বকাপের ড্র। বিশ্বকাপ নিয়ে বেশ চিন্তিত মেসি। শুক্রবার টেলিভিশনে চোখ রাখবেন তিনি। মেসি বলেন, ‘শুক্রবার আমাদের ম্যাচ বা অনুশীলন নেই। এদিন ড্রয়ের অনুষ্ঠানটি দেখব। আমাদের গ্রুপে কোন কোন দল পড়তে পারে সেটা সম্পর্কে এটা ধারণা করেছি আমি।’
এদিকে সবার আগে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করা ব্রাজিলের তারকা নেইমার অবশ্য ড্র অনুষ্ঠান নিয়ে বেশ নির্ভার। প্রতিপক্ষ সম্পর্কে ভাবতে চান না তিনি। নেইমার বলেন, ‘যে দলই গ্রুপ সঙ্গী হোক না কেন সেটা নিয়ে ভাবছি না। যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখি আমরা।’ তারপরও ড্র অনুষ্ঠান দেখতে চান তিনি। নেইমার বলেন, ‘আমরা পপকর্ন নিয়ে টেলিভিশনের সামনে বসব। অনুষ্ঠানটি মিস করতে চাই না আমি।’
নেইমারের মতো বিশ্বকাপের ড্র নিয়ে অতটা ভাবছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। বাছাইপর্বে ১০ ম্যাচে ৯ ম্যাচে জয় পাওয়া রোনালদোরা নিজের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘আমি চিন্তিত নই। আশা করছি, গ্রুপগুলো ভারসাম্যপূর্ণ হবে। আমরা শান্ত থাকছি। আমি জানি সময় এলে সবগুলো দলই নিজেদের সর্বোচ্চ প্রস্তুত করে ফেলবে।’