নিজেকে সর্বকালের সেরা দাবি করলেন রোনালদো!

এ নিয়ে পঞ্চমবার জিতেছেন ব্যালন ডি’অর পুরস্কার। ক্রিস্টিয়ানো রোনালদো এই পুরস্কার জিতে স্পর্শ করলেন তাঁর চিরোপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে। এই সাফল্য পেয়ে নিজেকে সর্বকালের সেরা ফুটবলার দাবি করে বসলেন এই পর্তুগিজ উইঙ্গার।
পঞ্চমবার ব্যালন ডি’অর জিতে রোনালদো বলেন, ‘অন্য ফুটবলাররা যা করতে পারে, আমিও সেটা পারি। কিন্তু অন্যরা যা পারে না, আমি সেটাই করার চেষ্টা করি। তাই আমি সম্পূর্ণ ফুটবলার, ইতিহাসে আমিই শ্রেষ্ঠ।’
মেসি ও নেইমারের সঙ্গে নিজেকে তুলনা করে এই রিয়াল তারকা বলেন, ‘কোনো ফুটবলারকে আমার চেয়ে ভালো খেলতে দেখিনি। আমি দুই পায়েই খেলতে পারি। শুধু তাই নয়, গোল করি এবং করাতে পারি। অনেকেই মেসি ও নেইমারের কথা বলবেন, কিন্তু আমি বলব, কেউ আমার মতো সম্পূর্ণ নন।’
গত বৃহস্পতিবার রাতে প্যারিসের আইফেল টাওয়ারে এক অনুষ্ঠানে ফ্রান্স ফুটবল সাময়িকী আনুষ্ঠানিকভাবে রোনালদোকে এবারের ব্যাল ডি’অর বিজয়ী ঘোষণা করে।
এর আগে মেসি ব্যালন ডি’অর পুরস্কার জিতেছিলেন ২০০৯, ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫ সালে। আর রোনালদো জিতেন ২০০৮, ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালে।
গত মৌসুমে অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই টানা দ্বিতীয়বার এই ব্যালন ডি'অর পুরস্কার জিতেছেন রোনালদো। রিয়ালের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। তা ছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি। আর জাতীয় দলের হয়েও তাঁর পারফরম্যান্স যথেষ্টই ভালো ছিল।
১৯৫৬ থেকে এই পুরস্কার দিয়ে আসছে ফ্রান্স ফুটবল সাময়িকী। অবশ্য ২০১০ সাল থেকে ফিফা বর্ষসেরা পুরস্কার ও ব্যালন ডি'অর মিলে ফিফা-ব্যালন ডি’অর দেওয়া হচ্ছিল। গত বছর আবার আলাদা হয়ে যায়।