ওয়েস্ট হ্যামের কাছে হারল চেলসি

প্রিমিয়ার লিগে কয়েক বছর ধরে চেলসির দাপটই চলছে। গত তিন আসরের দুবারই শিরোপা জিতেছে ব্লুজরা। তবে এবার কিছুটা ছন্নছাড়া অ্যান্তনিও কন্তের দল। লিগের মাঝামাঝি সময়ে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে দলটি। তবে শীর্ষে থাকা ম্যান সিটি বাকিদের চেয়ে এতটাই এগিয়ে যে, কাকতালীয় কিছু না ঘটলে এবার পেপ গার্দিওলার দলই জিতবে প্রিমিয়ার লিগের শিরোপা। এদিকে আজ আবার হোঁচট খেয়েছে চেলসি। পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থাকা ওয়েস্ট হ্যামের কাছে ১-০ গোলে হেরেছে কন্তের শিষ্যরা।
ঘরের মাঠে একেবারে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। ম্যাচের তখন কেবল ছয় মিনিট চলছে। চেলসির বক্সে ল্যানজিনির সঙ্গে ওয়ান-টু-ওয়ান পাসে বল এগিয়ে নেন মার্কো আর্নোতোভিক। এরপর বাঁ-পায়ের জোরালো শটে থিয়াবো কুর্তোয়াকে পরাস্ত করেন তিনি।
শুরুতেই পিছিয়ে পড়ায় গোল শোধে মরিয়া হয়ে ওঠে দলটি। গোল শোধের একাধিক সুযোগও পেয়েছিল চেলসি। তবে মার্কোস আলোনসো-মোরাতাদের ব্যর্থতায় গোল পায়নি স্টামফোর্ডে ব্রিজের দলটি। এই জয়ে দলের হয়ে প্রথম জয় পেলেন ওয়েস্ট হ্যামের নতুন কোচ ডেভিড ময়েস। এনিয়ে টানা এগারো ম্যাচ পর হোম ম্যাচে জয়ের স্বাদ পেলেন এই কোচ। এর আগে ২০১৬ সালে ময়েসের অধীনে সর্বশেষবার ঘরের মাটিতে জিতেছিল তাঁর সাবেক দল সাদারল্যান্ড।
ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। ১৬ ম্যাচে সিটিজেনদের সংগ্রহ ৪৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মরিনহোর দলের সংগ্র২ ৩৫ পয়েন্ট। ১৬ ম্যাচে চতুর্থ হারে ৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরেই রইল গত আসরের চ্যাম্পিয়ন চেলসি।