রোনালদোর জোড়া গোলে রিয়ালের বড় জয়

পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর পুরস্কারটা জিতেই নিজেকে সর্বকালের সেরা ফুটবলার দাবি করে বসেন ক্রিস্টিয়ানো রোনালদো। কথাটা যে আবেগতাড়িত হয়ে বলেননি পরের দিনই সেটা প্রমাণ করলেন পর্তুগিজ উইঙ্গার। তাঁর জোড়া গোলে লা লিগার ম্যাচে সেভিয়াকে ৫-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বার্নাব্যুতে খেলার তিন মিনিটের মাথায়ই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। টনি ক্রুসের নেওয়া কর্নার কিক থেকে গোল করেন স্প্যানিশ তারকা ন্যাচো। এর মাত্র ২০ মিনিট পর গোল করেন রোনালদো। অ্যাসেনসিওর ক্রস থেকে বল পেয়ে জালে জড়িয়ে দেন রিয়াল তারকা। সেই সঙ্গে সবাইকে জানিয়ে দেন নিজেকে সর্বকালের সেরা ফুটবলার দাবি করে মোটেও ভুল করেননি তিনি।
এই অর্ধেই তৃতীয় গোলটাও পায় রিয়াল। ডি বক্সের মধ্যে রোনালদোকে ফেলে দিয়েছিলেন মার্সেডো। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মাপা শটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন সিআরসেভেন। এর মাত্র সাত মিনিট পর টুন ক্রুসের গোলে ৪-০ গোলে এগিয়ে যায় রিয়াল।
বিরতিতে যাওয়ার কয়েক মিনিট আগে স্প্যানিশ বংশোদ্ভূত মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমির গোলে পঞ্চম গোল পায় রিয়াল মাদিদ। ৫-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় জিদানের দল।
বিরতি থেকে ফিরে আর কোনো দল পায়নি রিয়াল মাদ্রিদ। এর আগে গত শুক্রবার পঞ্চমবার ব্যালন ডি’অর জিতে রোনালদো বলেন, ‘অন্য ফুটবলাররা যা করতে পারে, আমিও সেটা পারি। কিন্তু অন্যরা যা পারে না, আমি সেটাই করার চেষ্টা করি। তাই আমি সম্পূর্ণ ফুটবলার, ইতিহাসে আমিই শ্রেষ্ঠ।’
মেসি ও নেইমারের সঙ্গে নিজেকে তুলনা করে এই রিয়াল তারকা বলেন, ‘কোনো ফুটবলারকে আমার চেয়ে ভালো খেলতে দেখিনি। আমি দুই পায়েই খেলতে পারি। শুধু তাই নয়, গোল করি এবং করাতে পারি। অনেকেই মেসি ও নেইমারের কথা বলবেন, কিন্তু আমি বলব, কেউ আমার মতো সম্পূর্ণ নন।’
এর আগে মেসি ব্যালন ডি’অর পুরস্কার জিতেছিলেন ২০০৯, ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫ সালে। আর রোনালদো জিতেন ২০০৮, ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালে।