ওয়েস্ট হামের কাছে হারল চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে শিরোপা জিতেছিল চেলসি। কিন্তু এবারের মৌসুমে খুব বেশি সুবিধা করে উঠতে পারছে না অ্যান্তোনিও কন্তের দল। নিচের সারির দল ওয়েস্ট হামের বিপক্ষে হেরে যাওয়ায় দুর্দশা আরো বেড়েছে গতবারের শিরোপাজয়ীদের। ওয়েস্ট হামের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে চেলসি।
ওয়েস্ট হামের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল চেলসি। ৬ মিনিটের মাথায় চেলসির জালে বল জড়িয়ে দিয়েছিলেন মার্কো অর্নাউতোভিচ। এই গোলটাই আর পরে শোধ করতে পারেনি চেলসি। শেষ পর্যন্ত ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
শুরুতে পিছিয়ে পড়লেও এই গোল শোধ করার অনেক সুযোগই এসেছিল চেলসির সামনে। কিন্তু বেশ কয়েকবার মোক্ষম সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেননি চেলসির ফুটবলাররা।
ওয়েস্ট হামের বিপক্ষে এই অপ্রত্যাশিত হারের পর পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে নেমে গেছে চেলসি। ১৬ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৩২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর ১৫ ম্যাচ খেলে ৪৩ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে সবার ধরাছোঁয়ার বাইরে আছে ম্যানচেস্টার সিটি।
প্রিমিয়ার লিগের অপর ম্যাচে স্টোক সিটিকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে টটেনহাম। নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে লিস্টার সিটি।