নিউক্যাসলের বিপক্ষে লিস্টার সিটির নাটকীয় জয়

২০১৫-১৬ মৌসুমে সবাইকে অবাক করে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতে নিয়েছিল লিস্টার সিটি। তবে সেটা যে নিছকই একটা অঘটন ছিল, তা খুব ভালোমতোই টের পাওয়া গেছে গত মৌসুমে। ২০১৬-১৭ মৌসুমে লিস্টার সিটি ছিল পয়েন্ট তালিকার ১২তম অবস্থানে। এবারের মৌসুমেও শিরোপার আশপাশে যেতে পারছে না লিস্টার। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে অবশ্য নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয় পেয়েছে লিস্টার সিটি।
নিজেদের মাঠে শুরুতেই এগিয়ে গিয়েছিল নিউক্যাসল ইউনাইটেড। ৪ মিনিটের মাথায় গোল করেছিলেন নিউক্যাসলের স্ট্রাইকার জোসেলু। লিস্টার অবশ্য এই গোল শোধ করেছিল প্রথমার্ধেই। ২০ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফিরিয়েছিলেন রিয়াদ মেহরাজ। প্রথমার্ধ শেষ হয়েছিল ১-১ গোলের সমতা নিয়েই।
দ্বিতীয়ার্ধে আবার এগিয়ে যায় লিস্টার সিটি। ৬০ মিনিটের মাথায় নিউক্যাসলের জালে বল জড়িয়ে দেন দেমারাই গ্রে। নিউক্যাসলও খেলায় ফিরতে খুব বেশি সময় নেয়নি। ৭৩ মিনিটে ম্যাচে ২-২ ব্যবধানে সমতা ফেরান নিউক্যাসলের স্ট্রাইকার রাইট গেইল। আর ম্যাচের একেবারে শেষপর্যায়ে লিস্টার সিটি জয়সূচক গোলটি পেয়েছে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলে। ৮৬ মিনিটের মাথায় নিজেদের জালেই বল জড়িয়ে দিয়েছেন নিউক্যাসল ইউনাইটেডের বদলি মিডফিল্ডার আয়োজ পেরেজ।
নাটকীয় এই জয়ের পর লিস্টার সিটি উঠে এসেছে পয়েন্ট তালিকার অষ্টম স্থানে। ১৬ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ২৩ পয়েন্ট। ১৫ ম্যাচ খেলে ৩৫ ও ৪৩ পয়েন্ট নিয়ে প্রথম দুটি স্থানের দখল নিয়েছে ম্যানচেস্টারের দুই ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি।