আবার পয়েন্ট হারাল আর্সেনাল

লিগের পয়েন্ট টেবিলের সাউদাম্পটনের অবস্থা যেমনই হোক না ঘরের মাঠে পুরোপুরি অন্য একটা দল মরিসিও পেলেগ্রিনোর দল। গত জুনে ক্লদিও পুয়েলকে বরখাস্ত করে পেলোগ্রিনোর হাতে সাউদাম্পটনের দায়িত্ব দেওয়া হয়। বড় কোনো চমক অবশ্য দেখাতে ব্যর্থ হয়েছেন এই আর্জেন্টাইন কোচ। তবে ঘরের মাঠে আজ আর্সেনালকে রুখে দিয়েছে দলটি। ১-১ গোলের ড্রটা সাউদাম্পটনের কাছে জয়ের সমান হলেও আর্সেনালের বিপক্ষে তাদের রেকর্ডটা দারুণ। নিজেদের মাঠে গত সাতটি প্রিমিয়ার লিগের ম্যাচে গানারদের জিততে দেয়নি সাউদাম্পটন।
রোববার সেন্ট ম্যারিস স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটেই গোল পায় সাউদাম্পটন। গোল করেন চার্লি অস্টিন। টেডিকের পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি। শুরুর গোলে পিছিয়ে পড়ে গোল শোধে অনেকবারই সাউদাম্পটনের রক্ষণভাগকে কাঁপিয়ে দেন মেসুত ওজিল-সানচেজরা। তবে গোল পায়নি দলটি।
ম্যাচের দ্বিতীয়ার্ধেও গোল শোধে মরিয়ো হয়ে ওঠে আর্সেন ওয়েঙ্গারের দল। উপায় না দেখে ম্যাচের ৭২তম তম মিনিটে জিরুদকে নামান কোচ। ম্যাচে শেষে ফরাসি এই তারকাই স্বস্তি দিয়েছেন ওয়েঙ্গারকে। ম্যাচটা যখন প্রায় হেরে বসেছে আর্সেনাল ঠিক তখনই গোল করেন জিরুদ। ৮৮ মিনিটে পাওয়া গোলটির কারণেই শেষ পর্যন্ত সম্মান বাঁচাতে পেরেছে আর্সেনাল।
এই ড্রয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে আর্সেনাল। ১৬ ম্যাচে দলটির সংগ্রহ ২৯ পয়েন্ট। ১৫ ম্যচে ৪৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে ম্যানচেস্টার সিটি।