ইউনাইটেডকে হারিয়ে উড়ছে সিটি

স্প্যানিশ লিগের দুই সেরা দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে ভালোই লড়াই চালিয়েছিলেন পেপ গার্দিওলা ও হোসে মরিনিয়ো। এ সময়ের অন্যতম সেরা দুই কোচের লড়াইটা এখন চলে এসেছে ইংল্যান্ডে। ম্যানচেস্টার ডার্বিতে দুই দলের ডাগআউটে দাঁড়িয়ে আবার লড়াই জমিয়ে তুলেছেন গার্দিওলা-মরিনিয়ো। রোববারের ম্যানচেস্টার ডার্বিতে জয় হয়েছে গার্দিওলার। ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে রীতিমতো উড়ছে ম্যানচেস্টার সিটি।
নিজেদের মাঠে শুরুতে পিছিয়ে পড়েছিল মরিনিয়োর ম্যানচেস্টার ইউনাইটেড। ৪৩ মিনিটের মাথায় গোল করেছিলেন ম্যানসিটির ডেভিড সিলভা। তবে খেলায় সমতা ফেরাতেও খুব বেশি সময় নেয়নি ম্যানইউ। প্রথমার্ধের শেষমুহূর্তেই এই গোল শোধ করে খেলায় সমতা ফিরিয়েছিলেন মার্কাস রাসফোর্ড। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটের মাথায় ম্যানসিটির পক্ষে জয়সূচক গোলটি করেছিলেন নিকোলাস ওটামেন্ডি। শেষ পর্যন্ত উত্তেজনাপূর্ণ ম্যাচটিতে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি।
নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দারুণ এই জয়ের পর সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে ম্যানসিটি। ১৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে আছে ইংল্যান্ডের অন্যতম সেরা এই ক্লাব। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধানটাও বিশাল। ১১ পয়েন্ট। নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে এখন রীতিমতো উড়ছে ম্যানসিটি। ৩৫ পয়েন্ট নিয়ে ম্যানইউ আছে দ্বিতীয় স্থানে। ৩২ ও ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানের দখল নিয়েছে চেলসি ও লিভারপুল। ২৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্সেনাল।