শেষ ষোলোতে বার্সার প্রতিপক্ষ চেলসি, রিয়ালের পিএসজি

দ্বিতীয় পর্বেই জমে উঠেছে এবারের চ্যাম্পিয়নস লিগ। শেষ ষোলোতে হবে সেয়ানে সেয়ানে লড়াই। কোয়ার্টার ফাইনালে উঠতে বার্সেলোনাকে খেলতে হবে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষে। স্প্যানিশ লা লিগা জয়ী রিয়ালের প্রতিপক্ষ আরো শক্তিশালী। নেইমার-এমবাপ্পে-কাভানির পিএসজির বিপক্ষে খেলবে রোনালদোর রিয়াল মাদ্রিদ। জুভেন্টাসের প্রতিপক্ষ ইংলিশ জায়ান্ট টটেনহাম।
চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে বার্সেলোনার রেকর্ডটা মোটেও ভালো নয়। গত সাত সাক্ষাতে ব্লুজদের বিপক্ষে একবারও জেতেননি মেসিরা। পাঁচটি ম্যাচ ড্র হয়েছে, চেলসি জিতেছে দুটিতে। ইংলিশ দলটির বিপক্ষে মেসির রেকর্ডটাও খুব বাজে। গত আট সাক্ষাতে চেলসির জাল খুঁজে পাননি আর্জেন্টাইন তারকা। কোনো দলের বিপক্ষে গোল পেতে এত ম্যাচ খেলতে হয়নি মেসিকে।
আগামী ১৩ ফেব্রুয়ারি প্রথম লেগের ম্যাচে মুখোমুখি হবে চেলসি ও বার্সা। ২১ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় লেগের ম্যাচ।
চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে শেষ ষোলোই মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। যার অর্থ হচ্ছে, নেইমার বা রোনালদোর মধ্যে যে কেউ বাদ পড়বেন শেষ ষোলোতেই। এ ছাড়া শেষ ষোলোর ম্যাচে জুভেন্টাস পেয়েছে টটেনহামকে।
রিয়াল-বার্সা ও জভেন্টাস বাদে বাকি বড় দলগুলো অবশ্য সহজ প্রতিপক্ষই পেয়েছে। ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ বাসেল। কোয়ার্টার ফাইনালে যেতে ম্যান ইউ খেলবে সেভিয়ার বিপক্ষে। রোমার প্রতিপক্ষ শাখতার দোনেক্স। জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ বেসিকতাস আর লিভারপুল খেলবে পের্তোর বিপক্ষে।