দারুণ জয়ে গড়ল রেকর্ড ম্যানসিটি

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে বেশ দাপটের সঙ্গেই খেলছে ম্যানচেস্টার সিটি। এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি তারা। সবচেয়ে বড় কথা, টানা ১৫ ম্যাচে জয় তুলে নিয়েছে তারা। গড়েছে নতুন রেকর্ড। ছাড়িয়ে গেছে এক মৌসুমে আর্সেনালের টানা ১৪টি জয়ের রেকর্ড।
গতকাল বুধবার রাতে ম্যানসিটি ৪-০ গোলে সহজেই জিতেছে সোয়ানসির বিপক্ষে। প্রতিপক্ষের মাঠে বড় জয় পেতে মোটেও বেগ পেতে হয়নি তাদের।
ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যায় ম্যানসিটি। ডেভিড সিলভার চমৎকার প্লেসিং শটে গোলের দেখা পায় এবারের আসরে সবচেয়ে ভালো খেলা দলটি। অবশ্য ব্যবধান দ্বিগুণ করতে খুব বেশি সময় লাগেনি তাদের। ৩৪ মিনিটে ফ্রিকিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন কেভিন ডি ব্রুইন।
প্রথমার্ধে এ দুই গোলেই এগিয়ে ছিল ম্যানসিটি। দ্বিতীয়ার্ধেও একই রূপে ছিল তারা। তাই আরেকটি গোলের পেতে খুব একটা সময় লাগেনি তাদের। ৫২ মিনিটে দলের পক্ষে তৃতীয় এবং ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন ডেভিড সিলভা। রাহিম স্টার্লিংয়ের বাড়ানো বল ধরেই গোলটি করেন তিনি।
শেষ বাঁশি বাজার পাঁচ মিনিট আগে সোয়ানসির জালে আরেকবার বল জড়ায় ম্যানসিটি। এবার গোলদাতা সার্জিও আগুয়েরো।
এ জয়ের সুবাদে ম্যানসিটি ১৭ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ১৬ জয় ও এক ড্রয়ে সবার ওপরে তারা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সংগ্রহ সমান ম্যাচে ৩৮ পয়েন্ট।