মাঠে রোনালদো, দর্শকদের মুখে মেসির স্লোগান!

গত ১০ বছর এই একটা প্রশ্নে বিভ্ক্ত ফুটবলবিশ্ব। কে সেরা—লিওনেল মেসি, না ক্রিস্টিয়ানো রোনালদো। পরিসংখ্যান, রেকর্ড, অর্জনসহ ফুটবলীয় সবকিছু বিচার-বিশ্লেষণ করেও ফুটবলবোদ্ধারা এ দুজনের মধ্যে একজনকে বেছে নিতে গলদঘর্ম হয়ে থাকেন। দর্শকরাও ভোগেন ধন্ধে। এক মৌসুমে মেসি অসাধারণ খেলেন তো পরের মৌসুমে তাঁকে ছাড়িয়ে যান রোনালদো। পরের মৌসুমটা মেসির হলে তার পরেরটা আবার রোনালদো। এভাবে চলে আসছে বছরের পর বছর।
ফুটবলভক্তরা মেসি-রোনালদোকে প্রশ্নাতীতভাবে সেরা মনে করলেও অনেক সময় নিজেদের দলের প্রয়োজনে সেরা দুই তারকাকে অপদস্থ করতে ছাড়েন না। যেমনটা গত রাতে ক্লাব বিশ্বকাপ খেলার সময় রোনালদোকে খেপিয়ে ছাড়লেন আলজাজিরার সমর্থকরা।
ক্লাব কাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিল সংযুক্ত আরব আমিরাতের দল আলজাজিরা। আবুধাবিতে ম্যাচটা হওয়ার কারণে স্বাভাবিকভাবেই আলজাজিরার সমর্থকে ভরে ছিল শেখ জায়েদ স্পোর্টস সিটি মাঠ। একটা সময় গোল করে এগিয়ে যায় আলজাজিরা। কয়েক মিনিট পরেই রিয়ালের হয়ে গোল পরিশোধ করেন রোনালদো।
অপ্রতিরোধ্য পর্তুগিজ তারকাকে থামাতে তাই অভিনব কৌশল অবলম্বন করেন আলজাজিরার সমর্থকরা। গ্যালারি থেকে মেসি, মেসি চিৎকার করতে থাকেন তাঁরা। একটা সময় দর্শকদের চিৎকারটা রোনালদোর কানেও পৌঁছায়। সমর্থকদের উদ্দেশে কিছু না বললেও রোনালদো যে বেশ বিরক্ত হয়েছেন, সেটা তাঁর আচরণেই বোঝা যায়। এই সময় হাত-পা ছুড়তে দেখা গেছে রিয়াল তারকাকে।
এত কিছু করার পরও অবশ্য রিয়াল মাদ্রিদের জয় ঠেকাতে পারেনি আলজাজিরা। রোনালদোর পর গোল করেন গ্যারেথ বেল। আর এতেই ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে যায় রিয়াল মাদ্রিদ। ফাইনালে স্প্যানিশ ক্লাবটির প্রতিপক্ষ ব্রাজিলের ক্লাব গ্রেমিও।