র্যাংকিংয়ে সেরা সাফল্য নারী ফুটবল দলের

ফিফা র্যাংকিংয়ে দ্রুতই এগিয়ে চলছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নারী জাতীয় দলের সফল্যে ১০০তে উঠে এলো সাবিনাদের দল। র্যাংকিংয়ে নারী দলের এটি সেরা সাফল্য।
এখন ১৭৭টি দেশের প্রতিদ্বন্দ্বিতায় সেরা ১০০তে উঠে এসেছে বাংলাদেশ। অবশ্য এর আগে ২০১৩ সালেও একবার র্যাংকিংয়ে ১০০ নম্বরে উঠেছিল। অবশ্য সে অবস্থানটা বেশি দিন ধরে রাখতে পারেনি তারা।
দক্ষিণ এশিয়ার দলগেুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে ভারত, তারা ৫৭তম স্থানে। এরপর নেপাল আছে ৯১তম স্থানে।
বাংলাদেশের পয়েন্ট ১০০৩। ২১১৪ পয়েন্ট নিয়ে মেয়েদের র্যাংকিংয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ২০৫২ পয়েন্ট নিয়ে জার্মানি রয়েছে দ্বিতীয়, ইংল্যান্ড তৃতীয় (২০৩৩), অস্ট্রেলিয়া চতুর্থ (২০৩০) এবং কানাডা পঞ্চম স্থানে (২০২৩)।
আর বাংলাদেশ পুরুষ দলের র্যাংকিং বলা যায় একেবারেই তলানির দিকে। ২০৬টি দেশের মধ্যে র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯২তম। জাতীয় দলের ব্যর্থতায় র্যাংকিংয়ে দিন দিন অবনতি হচ্ছে।