জয়ে ফিরেছে আর্সেনাল, চেলসিও এগিয়ে চলছে

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে শনিবার রাতে জয় পেতে মোটেও বেগ পেতে হয়নি গতবারের চ্যাম্পিয়ন চেলসির। নিজেদের ঘরের মাঠে তারা ১-০ গোলে হারিয়েছে সাউদাম্পটনকে। এটি তাদের টানা দ্বিতীয় জয়।
বিজয়ী দলের পক্ষে ম্যাচের প্রথমার্ধে একমাত্র গোলটি করেন মার্কোস আলোনসো। ৪৪ মিনিটে এই স্প্যানিশ ডিফেন্ডার চমৎকার ফ্রিকিকে লক্ষ্যভেদ করেন।
এই জয়ের সুবাদে ১৮ ম্যাচে ৩৮ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে চেলসি।
দিনের আরেক ম্যাচে আর্সেনালও ১-০ গোলে জিতেছে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। লিগে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল তারা।
ম্যাচের ২৩ মিনিটে জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল দলের পক্ষে একমাত্র গোলটি করেন। এর পর আর কোনো গোলের দেখা না পাওয়ায় এই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
এই জয়ে ১৮ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে আর্সেনালের সংগ্রহ ৩৩ পয়েন্ট। পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে আছে তারা।