এল ক্ল্যাসিকোর আগে বার্সেলোনার বড় জয়

আর কয়েক দিন পরেই এবারের লা লিগার অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ‘এল ক্ল্যাসিকো’খ্যাত এই ম্যাচের আগে বড় জয় দিয়ে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে বার্সা। রোববার লা লিগায় নিজেদের সর্বশেষ ম্যাচে দেপোর্তিভো লা করুনাকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে কাতালানরা। জোড়া গোল করেছেন লুইস সুয়ারেজ ও পাউলিনহো।
নিজেদের মাঠে বেশিরভাগ সময়ই বলের দখল ছিল বার্সেলোনার কাছে। শুরু থেকেই দেপোর্তিভোর রক্ষণভাগকে তটস্থ করে রেখেছিলেন মেসি-সুয়ারেজরা। প্রথম গোলের দেখা পেতেও খুব বেশি অপেক্ষা করতে হয়নি বার্সাকে। ২৯ মিনিটের মাথায় মেসির পাস থেকে বল পেয়ে সেটা জালে জড়াতে কোনো ভুল হয়নি সুয়ারেজের। প্রথমার্ধে ৪১ মিনিটের মাথায় আরেকবার দেপোর্তিভোর জালে বল জড়িয়ে বার্সাকে চালকের আসনে বসিয়ে দেন পাউলিনহো। মেসির শট গোলপোস্টে লেগে ফিরে এলেও ফিরতি বলটাই জালে জড়িয়ে দেন পাউলিনহো।
২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেই জয় অনেকটা নিশ্চিত করে ফেলেছিল বার্সেলোনা। তবে এল ক্ল্যাসিকোর আগে নিজেদের শক্তিমত্তার কথা জানান দেওয়ার জন্যই যেন দ্বিতীয়ার্ধে বার্সা হয়ে উঠেছিল আরো দুর্দান্ত। ৪৭ মিনিটের মাথায় সার্জিও রবার্তোর পাস থেকে বল পেয়ে ম্যাচের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন সুয়ারেজ। আর ৭৫ মিনিটে দেপোর্তিভোর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন পাউলিনহো।
দেপোর্তিভোর বিপক্ষে বড় এই জয় দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো পাকাপোক্ত করেছে বার্সা। ১৬ ম্যাচ শেষে ৪২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে কাতালানরা। দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের ঘরে জমা হয়েছে ৩৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ।