ভারতকে হারিয়ে ফাইনালের প্রস্তুতি সারল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী রোববার লড়াইয়ে নামবে দুই দল। এর আগে গ্রুপ পর্বের ম্যাচে আজ বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বিতায় নামে দুই দল। ফাইনালের আগে দেখায় ভারতকে সহজেই হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। লাল-সবুজের দল জিতেছে সহজেই ৩-০ গোলে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৩২ মিনিটে আনুচিং মারমা লক্ষ্যভেদ করেন। মনিকা চাকমার কর্নারে আনুচিংয়ের হেডে জালে জড়ায় বল।
প্রথমার্ধের ইনজুরি সময়ে ডিফেন্ডার শামসুন্নাহার ব্যবধান দ্বিগুণ করেন। পেনাল্টি থেকে গোলটি করেন তিনি।
দুই গোলে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরো উজ্জীবিত হয়ে ওঠে। ৫৩ মিনিটে মোগিনির পাসে বল পেয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান মনিকা।
আসরে বাংলাদেশ এখনো অপরাজিত। এর আগে প্রথম দুই ম্যাচে ভুটান ও নেপালকে হারিয়েছিল তারা। গত রোববার আসরে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৬-০ গোলে বিধ্বস্ত করে স্বাগতিক দল। আর মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা। চার দলের এই টুর্নামেন্টে তিন জয়ে বাংলাদেশের সংগ্রহ ৯ পয়েন্ট।
ভারত এর আগে দুই ম্যাচে জিতেছিল ভুটান নেপালের বিপক্ষে। তারা আসরে সবচেয়ে বড় ব্যবধানে জিতেছিল নেপালের বিপক্ষে, ১০-০ গোলে। সেই তারাই কিনা এবার বাংলাদেশের কাছে হেরে বসল। এটি আসরে তাদের প্রথম হার।