সাবিনাকে জয় উৎসর্গ করলেন নারী ফুটবলাররা

স্বপ্ন ছিল, অগ্রজদের দেখানো পথ ধরে একদিন জাতীয় দলে খেলবেন। তবে স্বপ্নটা পূরণ হয়নি সাবিনার। মাত্র দুদিনের জ্বরেই সবাইকে ছেড়ে অন্য এক জগতের পথে পা বাড়ান সাবিনা ইয়াসমিন। তাকে হাসপাতালেও নেওয়ারও সময় পাননি দরিদ্র পিতা। অথচ মাত্র দুদিন পরেই অনূর্ধ্ব ১৫ ফুটবল দলে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। বেচে থাকলে আজ মাঠে থাকতেন তিনিও। অবহেলায় বড় অসময়েই চলে যান প্রতিভাবান খুদে ফুটবলার সাবিনা।
সাবিনা না থাকলেও তাঁকে ভোলেননি সতীর্থরা। আজ রোববার ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব ১৫ ফুটবলের শিরোপা জিতেছে বাংলাদেশ। অকালপ্রয়াত এই সতীর্থকেই জয়টা উৎসর্গ করলেন সাফ জয়ী অধিনায়ক মরিয়া মান্ডা। ফাইনালের আগের দিনই মারিয়া মান্ডা বলেছিলেন, ট্রফি জিতলে সেটা সাবিনার নামে উৎসর্গ করবেন তারা। প্রতিশ্রুতি রাখল তাঁর দল।
সাফ অনূর্ধ্ব ১৫ ফুটবল প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সাবিনাকে জয় উৎসর্গ করেন অধিনায়ক মারিয়া। সংবাদ সম্মেলনে মারিয়া বলেন, ‘সাবিনা বেচে থাকলে আজ সে আমাদের সঙ্গেই থাকত। এই জয়টা আমরা তাকেই উৎসর্গ করলাম।’
সংবাদ সম্মেলনে ভারত বধের রহস্যটাও খুলে বলেন মারিয়া। তিনি বলেন, ‘ভারতের দূর্বলতার জায়গাগুলো ধরতে পেরেছিলাম আমরা। ওরা উপরে ওঠে খেলতে ভালোবাসে। আজ আমরা উপরে খেলেছি। এই কারণেই ভারত নার্ভাস হয়ে পড়ে।’
আজ কলমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচে বাংলাদেশের জয়ে একমাত্র গোলটি করে শামসুন্নাহার। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। মাহমুদা খাতুনের শট জালে জড়িয়েও ছিল, কিন্তু বিধিবহির্ভূত বলে রেফারি গোলটি বাতিল করে দেন।
৩০ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে ফরোয়ার্ড তহুয়া খাতুন প্রতিপক্ষের বিপদ সীমানায় ঢুকেও পড়েছিল। কিন্তু তার বাড়ানো বলে কেউ পা ছোঁয়াতে পারেনি বলেই বল জালে জড়াতে পারেনি বাংলাদেশ। তবে ম্যাচের ৪২ মিনিটে জটলা থেকে লক্ষ্যভেদ করে শামসুন্নাহার।