আরো বড় ট্রফি চায় আখি

স্বপ্ন সীমা ছাড়িয়েছে। এখন আর আঞ্চলিক শ্রেষ্ঠত্বে সন্তুষ্ট থাকতে চায় না বাংলাদেশ। চোখ এখন বৈশ্বিক ট্রফিগুলোতেও। ভারতকে হারিয়ে অনূর্ধ্ব ১৫ ফুটবলের শিরোপা জেতার দিন এই প্রতিজ্ঞাটাই করলেন বাংলাদেশের খুদে নারী ফুটবলাররা। সাফ শ্রেষ্ঠত্ব জেতার পর এবার আরো বড় মঞ্চ দখল করতে চান তারা। দেশের হয়ে বয়ে আনতে চান আরো অনেক শিরোপা।
এবারের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় হয়েছেন আঁখি খাতুন। পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলেছেন এই ডিফেন্ডার। রক্ষণভাগ সামলানোর পাশাপাশি দুটি গোলও করেছেন এই ফুটবলার। বাংলাদেশকে শিরোপা জেতানোর অন্যতম কারিগরও তিনি। ফাইনালে ভারতের বেশ কয়েকটি আক্রমণকে অসাধারণ দক্ষতায় প্রতিহত করেছেন তিনি।
ফাইনাল শেষে আখি জানালেন আরো বড় মঞ্চ আলোকিত করতে চান তারা। এই ফুটবলার বলেন, ‘প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলাম আমি। কোচসহ দলের সবাই খুব খুশি। ফাইনালটা জেতার ইচ্ছা ছিল। সেটা করে দেখিয়েছি আমরা।’
মাঠে আখি যতটা আগ্রাসী আচরণে ততোটাই বিনয়ী তিনি। জানালেন, সিরিজ সেরা ট্রফিটা অন্য কেউ পেলেও এতোটুকুও মন খারাপ করতেন না তিনি। আখি বলেন, ‘ভাবিনি এই ট্রফি আমি জিতব। ট্রফিটা আমার বদলে দলের অন্য কেউ পেলেও আফসোস থাকত না। আমরা ম্যাচটা জিতেছি এটাই বড় কথা। একদিন এর চেয়ে বড় ট্রফি জিতব।’
টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে দুই গোল করেন আখি। বাংলাদেশ ম্যাচটা জেতে ৩-০ ব্যবধানে। সেই ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছিল আখির হাতে। এছাড়া আজ টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফিও জেতে টিম বাংলাদেশ। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ভারতের প্রিয়াংকা দেবি। চার গোল করেছেন এই ভারতীয় ফরোয়ার্ড।