লিভারপুলের ঘামঝরানো জয়, ম্যানইউর হোঁচট

ব্যর্থতার চক্রেই ঘুরপাক খাচ্ছে হোসে মরিনিয়োর ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ কাপের পঞ্চম রাউন্ড থেকে বিদায়ের পর প্রিমিয়ার লিগের টানা তিনটি ম্যাচে হোঁচট খেয়েছে রেড ডেভিলরা। মাঠ ছেড়েছে ড্রয়ের হতাশা নিয়ে। বছরের সর্বশেষ ম্যাচেও সাউদাম্পটনের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ম্যানইউ। অন্যদিকে লিস্টার সিটির বিপক্ষে ২-১ গোলের ঘামঝরানো জয় পেয়েছে লিভারপুল।
লিস্টার সিটির বিপক্ষে লিভারপুলও মাঠ ছাড়তে বসেছিল ড্রয়ের আক্ষেপ নিয়ে। নিজেদের মাঠে শুরুতেই পিছিয়ে পড়েছিল অল রেডরা। ম্যাচ শুরুর তিন মিনিটের মধ্যেই লিভারপুলের জালে বল পাঠিয়ে দিয়েছিলেন লিস্টারের তারকা স্ট্রাইকার জেমি ভার্ডি। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করেছিল লিস্টার সিটি। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুর দাঁড়ায় লিভারপুল। ৫২ মিনিটের মাথায় গোল শোধ করে খেলায় সমতা ফেরান মোহাম্মদ সালাহ। লিভারপুল জয়সূচক গোলটিও পেয়েছে মিসরের এই ফরোয়ার্ডের কল্যাণে। ৭৬ মিনিটে তিনি করেছেন লিভারপুলের পক্ষে জয়সূচক গোলটি।
প্রিমিয়ার লিগের অপর ম্যাচে গোলশূন্য ড্র করে বড়সড় হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সাউদাম্পটনের বিপক্ষে পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেললেও গোলের দেখা পাননি ম্যানইউর তারকারা।
হতাশাজনক এই ড্রয়ের ফলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানটি হারাতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। তাদের সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে গতবারের শিরোপাজয়ী চেলসি। ২১ ম্যাচ শেষে চেলসির সংগ্রহ দাঁড়িয়েছে ৪৫ পয়েন্ট। অন্যদিকে ২১ ম্যাচ শেষে ম্যানইউর ঘরে জমা হয়েছে ৪৪ পয়েন্ট। আর ২১ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে আছে ম্যানচেস্টার সিটি। ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল।