ম্যানসিটিকে থামাল ক্রিস্টাল প্যালেস

ইংলিশ প্রিমিয়ার লিগে একরকম উড়ছিল ম্যানচেস্টার সিটি। তাদের রুখতেই পারছিল না কেউ। শেষ পর্যন্ত তাদের জয়রথ থামিয়েছে ক্রিস্টাল প্যালেস। টানা ১৮ ম্যাচ জয়ের পর এবার তাদের রুখে দিয়েছে ইংলিশ লিগে তলানিতে থাকা দলটি। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
গতকাল রোববার রাতে অনুষ্ঠিত ম্যাচে হারতেও পারত ম্যানচেস্টার সিটি। ভাগ্য ভালো, তারা শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছেড়েছে।
এই লিগে দিনের আরেক ম্যাচে হোঁচট খেয়েছে আর্সেনাল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ওয়েস্ট ব্রমউইচ রুখে দিয়েছে তাদের। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
ম্যাচে আর্সেনাল প্রথমে এগিয়ে গেলেও একেবারেই শেষ মুহূর্তে গোলের দেখা পায় তারা। ৮৩ মিনিটে ফ্রি-কিকে আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্সেনাল।
শেষ মুহূর্তে পাওয়া এই গোলটিও ধরে রাখতে পারেননি ইংলিশ লিগের জায়ান্ট দলটি। শেষ বাঁশি বাজার এক মিনিট আগে পেনাল্টি পেয়ে খেলার সমতা ফিরে ওয়েস্ট ব্রমউইচ। গোলটি করেন রদ্রিগেস।
অবশ্য এই ম্যাচে ড্র হলেও পয়েন্ট টেবিলে শীর্ষেই ম্যানচেস্টার সিটি। ২১ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে তারা। ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেলসি। এক পয়েন্ট কম নিয়ে তিনে ম্যানচেস্টার ইউনাইটেড। আর আর্সেনাল ৩৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে।