ম্যানইউর দারুণ জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ পর্যন্ত জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। টানা তিন ড্রয়ের পর জয়ের দেখা পেয়েছে জায়ান্ট ক্লাবটি। সোমবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে এভারটনকে।
ম্যাচে ম্যানইউর জয়ের নায়ক ফরাসি স্ট্রাইকার অঁতনি মার্শিয়াল ও জেসে লিনগার্ড। দলের জয়ে তারা একটি করে গোল করেন।
অবশ্য গোলের দেখা পেতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে ম্যানইউকে। ম্যাচের ৫৬ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন মার্শিয়াল।
ম্যানউইর ব্যবধান দ্বিগুণ করা গোলটি আসে শেষ বাঁশি বাজার নয় মিনিট বাকি থাকতে। বক্সের বাইরে থেকে কোনাকুনি বলটি জলে পাঠন এই ইংলিশ মিডফিল্ডার।
এই জয়ের সুবাদে ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।
দিনের আরেক ম্যাচে লিভারপুল ২-১ গোলে জিতেছে বার্নলির বিপক্ষে। এই জয়ে তারা ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।