নারী ফুটবলারদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে গত বছরের শেষটা দারুণভাবে রাঙিয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল। দারুণ সাফল্য পাওয়া নারী ফুটবলারদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার গণভবনে মেয়েদের সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দলের প্রত্যেক সদস্যের হাতে তুলে দেন এক লাখ টাকার করে চেক।
প্রধানমন্ত্রীর দেওয়া সংবর্ধনা পেয়ে খুবই খুশি অধিনায়ক মারিয়া মান্ডা, ‘সত্যিই আমাদের জন্য খুবই আনন্দের, প্রধানমন্ত্রী আমাদের সংবর্ধনা দিয়েছেন। তাঁর কাছ থেকে যে প্রেরণা পেয়েছি তা ভবিষ্যতে ভালো করার আত্মবিশ্বাস যোগাবে।’
গত ২৪ ডিসেম্বর ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ দল। আসরে বাংলাদেশ দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়।
গণভবনে এই সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাফ সভাপতি কাজী সালাহউদ্দিন।