আবাহনীর শিরোপা উৎসর্গ প্রয়াত অমলেশ সেনকে

খেলোয়াড়ি জীবন শেষ করে আবাহনীর ডাগ-আউটে দাঁড়িয়েছিলেন তিনি। সে থেকেই নীল-আকাশি শিবিরের অবিচ্ছেদ্য অংশ অংশ হয়ে দাঁড়িয়েছিলেন। বলা হচ্ছে সাবেক ফুটবলার ও কোচ অমলেশ সেনের কথা। যাকে আবাহনীর অমলেশ নামেই চেনেন সবাই।
ফুটবলার হিসেবে আবাহনীকে অনেক সাফল্য এনে দিয়েছিলেন অমলেশ সেন। কোচ হিসেবেও দলটির অনেক শিরোপা জয়ে সামনে ও পেছনে থেকে মূল্যবান অবদান রেখেছেন তিনি।
সেই অমলেশ সেন এখন আর নেই। গত বছর জুলাইয়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি। তাঁর হাতে গড়া দলই আবার জিতেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা। এই দলটি গড়ার পেছনে তাঁর কম অবদান ছিল না। তাই এবারের লিগ শিরোপা উৎসর্গ করেছে আবাহনী এই প্রয়াত কোচকেই।
আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রুপু এ ব্যাপারে বলেন, ‘আমরা এই ট্রফি অমলেশ দাকেই উৎসর্গ করছি। তিনি আজ থাকলে অনেক খুশি হতেন। দল জিতেছে। তাঁকে পাশে পেলে অনেক ভালো লাগত আমাদের।’
এবার আবাহনী এক ম্যাচ হাতে রেখেই বিপিএল ফুটবলের শিরোপা জিতেছে। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী ২-০ গোলে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে হারিয়ে এই সাফল্য পায়।
আসরে ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে এই শিরোপা সাফল্য পায় আবাহনী। ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা শেখ জামাল পরের ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জিতলেও এবং আবাহনী মেষ ম্যাচে হরলেও তাদের শিরোপা জয়ের ক্ষেত্রে তা খুব একটা বাধা হবে না। তাই নিশ্চিত হয়ে যায় নীল-আকাশি শিবিরের শিরোপা।