এফএ কাপে ম্যানসিটির দারুণ জয়

এবারের মৌসুমে রীতিমতো উড়ছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পথে অনেকখানিই এগিয়ে গেছে ইংল্যান্ডের অন্যতম সেরা এই ক্লাব। পৌঁছে গেছে লিগ কাপের সেমিফাইনালে। আর এফএ কাপের শুরুটাও ম্যানসিটি করেছে দারুণভাবে। তৃতীয় রাউন্ডের লড়াইয়ে বার্নলেকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে পৌঁছে গেছে চতুর্থ রাউন্ডে।
নিজেদের মাঠে অবশ্য শুরুটা ভালো হয়নি ম্যানসিটির। প্রথমার্ধে তারা পিছিয়ে পড়েছিল ১-০ গোলের ব্যবধানে। ২৫ মিনিটের মাথায় ম্যানসিটির জালে বল জড়িয়ে দিয়েছিলেন বার্নলের অ্যাশলে বার্নস। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পেপ গার্দিওলার শিষ্যরা। ৫৬ ও ৫৮ মিনিটে পরপর দুটি গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে দেন ম্যানসিটির আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। ৭১ মিনিটে আরেকটি গোল করে দলের জয় প্রায় নিশ্চিতই করে ফেলেন লোরে সেন। আর ৮২ মিনিটের মাথায় বার্নলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বার্নার্দো সিলভা। ৪-১ গোলের দাপুটে জয় দিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ড নিশ্চিত করে ফেলে ম্যানসিটি।
এবারের মৌসুমে চারটি শিরোপা জয়ের হাতছানি সামনে রেখে খুব ভালোমতোই এগিয়ে যাচ্ছে ম্যানসিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পথে অনেকখানিই এগিয়ে গেছে তারা। ২২ ম্যাচ শেষে ৬২ পয়েন্ট নিয়ে তারা আছে সবার ওপরে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরে জমা হয়েছে ৪৭ পয়েন্ট। লিগ কাপের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গেছে ম্যানসিটি। এফএ কাপেও তারা চলে গেছে চতুর্থ রাউন্ডে। আর ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটি ভালোমতোই পেরিয়েছে গ্রুপ পর্বের বাধা।